Tokyo Olympics 2020: অলিম্পিক্সে হু হু করে বেড়েই চলেছে Coronavirus সংক্রমণ, ছাড়িয়ে গেল ১০০!

Last Updated:

টোকিও অলিম্পিক্স ২০২০ তে (Tokyo Olympics 2020) ভারতীয় অ্যাথলিটরাও সর্বক্ষণ ত্রস্ত থাকছেন করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমিত হয়ে যাওয়ার...

#টোকিও: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) করোনা সংক্রমণের মামলা ক্রমেই বেড়ে চলেছে৷ করোনা পজিটিভের (coronavirus) সংখ্যা ১০০ পেরিয়ে গেল৷ আয়োজকরা শুক্রবার জানিয়েছে আরও ১৯ টি নতুন করোনা সংক্রমণের মামলা সামনে এসেছে৷ চেক প্রজাতন্ত্রের রোড সাইক্লিস্ট মিশেল শ্লেজেল করোনা পজিটিভ হয়েছেন৷ টোকিও অলিম্পিক্সের আয়োজকরা রোজই এই করোনা পজিটিভ তালিকা আপডেট করছেন৷ নতুন আপডেটে তাঁরা জানিয়েছেন , তিন অ্যাথলিট, খেলার সঙ্গে যুক্ত দশ কর্মচারী, তিন সাংবাদিক, ও তিন ঠিকাদার পজিটিভ হয়েছেন৷
অলিম্পিক্সের সঙ্গে যুক্ত এখনও অবধি মোট ১০৬ জন পজিটিভ হয়েছেন৷ এর মধ্যে মোট ১১ জন অ্যাথলিট রয়েছেন৷ Tokyo 2020 Olympic Games করোনা ভাইরাসের ধাক্কায় এক বছরের জন্যে পিছিয়ে গিয়েছিল৷ জুলাই ২৩ তারিখে তিরন্দাজি, শ্যুটিং, রোয়িং, এবং ইকুস্ট্রিয়ান গেমসের প্রথম দিনেই আয়োজিত হচ্ছে৷ তবে জাপানে ভারতীয়দের জন্য দিনের শুরুটাই ভালো হয়নি৷ বিশ্বের এক নম্বর দীপিকা কুমারী ব্যক্তিগত রাউন্ডে (women's recurve category) নবম হয়ে শেষ করেন৷ এদিকে এদিন বিকেল সাড়ে চারটায় হবে টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান৷ পরের দিন যে যে অ্যাথলিটের ইভেন্ট রয়েছে তারা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না যেহেতু করোনা ভাইরাস প্রভাব রয়েছে৷ অতনু দাস এদিন নিজের ইন্ডিভিজুয়াল ইভেন্টে অংশ নেবেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: অলিম্পিক্সে হু হু করে বেড়েই চলেছে Coronavirus সংক্রমণ, ছাড়িয়ে গেল ১০০!
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement