রিওতে এবার মিক্সড ডাবলসে পদক জিততে পারে ভারত: সানিয়া
Last Updated:
সানিয়ার মতে অলিম্পিকে ভারতীয় টেনিস দলে সেরা বাজি অবশ্যই বোপান্নার সঙ্গে তাঁর পার্টনারশিপ।
#নয়াদিল্লি: রিও অলিম্পিকে ভারতীয় পদক জয়ের সব রসদ মজুত আছে। ব্রাজিলের প্রস্তুতি শুরু আগে দাবি টেনিস সুন্দরী সানিয়া মির্জার। দিল্লিতে তিনি জানিয়েছেন, এই অলিম্পিকে ভারতীয় টেনিস দলে সেরা বাজি অবশ্যই বোপান্নার সঙ্গে তাঁর পার্টনারশিপ।
আগামী ৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে রিও অলিম্পিক। তার আগেই বেশ কয়েকটি বিষয়ে পদকের আশা দেখছে ভারতবাসী। এর মধ্যে অবশ্যই রয়েছে টেনিস। সেই লিয়েন্ডার পেজ আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর অলিম্পিকে পদক শূন্য ভারতীয় টেনিস। এবার সেই খরা কাটবে বলে দাবি টেনিস সুন্দরী সানিয়া মির্জার। নিজের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার মাঝেই অলিম্পিক নিয়ে ভাবনা শুরু করেছেন এই হায়দরাবাদি সুন্দরী টেনিস তারকা।
advertisement
সানিয়ার মনে হয় প্রার্থনা থোম্বারের মতে নবাগতদের কাছে মেডেল জয়ের স্বপ্ন দেখলে তা ভুল হবে। কারণ, রিও অলিম্পিক নয়, দেশবাসী প্রার্থনার থেকে পরের অলিম্পিকে পদক আশা করতে পারেন। তবে এই অলিম্পিকে সানিয়ার বাজি অবশ্যই মিক্সড ডাবলসে বোপান্নার সঙ্গে তাঁর জুটি। সেকারণেই তিনি জানিয়েছেন, এই অলিম্পিকে ভারতীয় টেনিসের মিক্সড ডাবলসের উপর বাজি ধরা উচিৎ। কারণ, সানিয়ার দাবি, এটাই ভারতের সেরা টেনিস দল।
advertisement
advertisement
একদিকে বই প্রকাশ। অন্যদিকে শাহরুখের পর সলমন। তারপরেও অবশ্য টেনিস থেকে বিরাম নেই। সবমিলিয়ে সানিয়ার স্বপ্নে এখন শুধুই রিও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2016 4:39 PM IST