Pakistan vs Sri Lanka: বদলা নিতে মরিয়া পাকিস্তান, ঘুড়ে দাঁড়ানোর লড়াই শ্রীলঙ্কার, দুই এশীয় শক্তির দ্বৈরথে কে হাসবে শেষ হাসি

Last Updated:

মঙ্গলবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে এশিয়ার দুই শক্তিধর দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতার প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়েছে বাবর আজমরা। অপরদিকে, শুরুটা একেবারেই ভাল হয়নি শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে দাসুন শানাকাদের। ODI World Cup 2023 Pakistan vs Sri Lanka match Preview Pakistan looking for 2nd win in a row Srl Lanka trying to gets first win in ICC World Cup 2023.

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
হায়দরাবাদ: মঙ্গলবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে এশিয়ার দুই শক্তিধর দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতার প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়েছে বাবর আজমরা। অপরদিকে, শুরুটা একেবারেই ভাল হয়নি শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে দাসুন শানাকাদের।
পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার ম্যাচ বদলার। কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরেই এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছিল বাবর আজমদের। এছাড়া তার আগের বার এশিয়া কাপের ফাইনালেও লঙ্কান লায়ন্সদের বিরুদ্ধে হারতে হয়েছিল পাকিস্তানকে। এবার বিশ্বকাপের মঞ্চে এই দুই হারের বদলা নিতে মুখিয়ে রয়েছেন বাবর-শাহিন-শাদাবরা।
তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে পাকিস্তান দলকে কয়েকটি বিষয় চিন্তায় রেখেছে। এখনও রানের মধ্যে নেই দলের দুই ওপেনার ফকর জামান ও ইমাম উল হক। প্রথম ম্যাচে রান পাননি বাবর আজমও। মহম্মদ রিজওয়ান ও সউদ সাকিল রান না পেলে ডাচদের বিরুদ্ধে চাপ বাড়ত পাক দলের। তবে প্রথম ম্যাচে বোলারদের ফর্ম কিছুটা চিন্তামুক্ত রেখেছে পাকিস্তানকে।
advertisement
advertisement
অপরদিকে, প্রথন ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছিল শ্রীলঙ্কার বোলিং অ্যাটাক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খরচ করেছিল ৪২৮ রান। যা বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড। ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়াতে মরিয়া কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, মাথিসা পাথিরানা, দিনুথ ওয়ালালাগেরা। এউ ম্যাচে মাহিশ থিকসানা দলে ফিরলে অনেটা শক্তি বাড়বে শ্রীলঙ্কার।
তবে ৪২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩২৬ রান করেছিল শ্রীলঙ্কা। টপ অর্ডারে পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা রান না পেলেও, মিডল অর্ডারে কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকারা বড় রান করেন। ফলে ব্যাটিং লাইের ফর্ম কিছুটা চিন্তা মুক্ত রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিরুদ্ধে নামার আদে নিজেদের ভুল-ত্রুটির উপর কাজ করেছে শ্রীলঙ্কা দল। দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া লঙ্কান লায়ন্সরা।
advertisement
প্রসঙ্গত, দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তির তুলনা করলে অনেকটাই এগিয়ে পাকিস্তান। প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসও ভাল জায়গায় রয়েছে বাবর আজমদের। অপরদিকে, লজ্জার হারের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়ানোর লড়াই শ্রীলঙ্কার। সবদিক বিচার করে পাকিস্তানকেই অ্যাডভান্টেজ দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan vs Sri Lanka: বদলা নিতে মরিয়া পাকিস্তান, ঘুড়ে দাঁড়ানোর লড়াই শ্রীলঙ্কার, দুই এশীয় শক্তির দ্বৈরথে কে হাসবে শেষ হাসি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement