ICC Cricket World Cup Trophy: কে বানিয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ডিজাইন, তৈরি করেছিল কোন কোম্পানি, বলুন তো দেখি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 Who designed the cricket world cup trophy and which company made it interesting facts knowledge story Trending GK Viral ICC World Cup 2023: ১৯৭৫-৮৩ বিশ্বকাপে দেওয়া হয়েছিল একই রকম ট্রফি। ১৯৮৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রতিবার দেওয়া হয় আলাদা আলাদ ট্রফি। বর্তমান ট্রফিটির আবির্ভাব ঘটে ১৯৯৯ সাল থেকে। তবে এই ট্রফি কাকে দিয়ে বানিয়েছিল আইসিস তা অজানা অনেকের।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি। এটি ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা-রুপার জলে ভেজানো হয়েছে। বর্তমান ট্রফিটি তৈরি করতে হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার অথবা ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড। ভারতীয় টাকায় ক্রিকেট বিশ্বকাপটির দাম হল প্রায় ২৫ লক্ষ টাকা।