ICC World Cup 2023 Rohit Sharma: কোহলির থেকে এগিয়ে গেলেন রোহিত, শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিতবে কে

Last Updated:

ODI World Cup 2023 India vs Pakistan Indian Team Captain Rohit Sharma Overtakes Virat Kohli in list of World Cup most run getters in ICC World Cup 2023: একদিকে যেমন ভারতীয় দল লড়াই একের পর এক প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছে, ঠিক অপরদিকে ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারের মধ্যে চলছে একে অপরেক ছাপিয়ে যাওয়া লড়াই। যদিও তা স্বাস্থ্যকর লড়াই। যা সুফল ভোগ করছে দল।

কোহলির থেকে এগিয়ে গেলেন রোহিত
কোহলির থেকে এগিয়ে গেলেন রোহিত
আহমেদাবাদ: ঘরের মাঠে দুর্বার গতিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানকেও হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। বিশেষ করে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৮-০ করার পর গোটা দেশ জুড়ে উৎসবের আবহ। একদিকে যেমন ভারতীয় দল লড়াই একের পর এক প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছে, ঠিক অপরদিকে ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারের মধ্যে চলছে একে অপরেক ছাপিয়ে যাওয়া লড়াই। যদিও তা স্বাস্থ্যকর লড়াই। যার সুফল ভোগ করছে দল।

India vs Bangladesh(ভারত-বাংলাদেশ)| Ind Vs Ban ICC World Cup Live Score Updates

বিশ্বকাপে রোহিত শর্মা সেরা না বিরাট কোহলি সেরা ব্যাটার তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে দুই মহাতারকার ফ্যানেদের মধ্যে। বিশ্বকাপে শতরানের নিরিখে কোহলির থেকে রোহিত অনেকটা এগিয়ে থাকলেও বিশ্বকাপে মোট রানে কিন্তু এগিয়ে ছিলেন কোহলি। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে বিধবংসী শতরান ও পাকিস্তানের বিরুদ্ধে মারকাটারি ইনিংসের ফলে বিশ্বকাপে মোট রানের নিরিখেও বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা।
advertisement
advertisement
বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখে শীর্ষে রয়েছেন সচিন তেন্জডুলকর। মাস্টার ব্লাস্টারের মোট রান ৪৫টি ম্যাচে ২২৭৮। এই তালিকায় কোহলিকে পিছনে ফেলে সাত নম্বরে উঠে লেন বর্তমান ভারত অধিনায়ক। পাকিস্তান ম্যাচ শেষে বিশ্বকাপে বিরাট কোহলির মোট রান ২৯টি ম্যাচে ১১৮৬। সেখানে রোহিত বাবর-শাহিন বিরুদ্ধে ৬৩ বলে ৮৬ রানের ইনিংস খেলে কোহলিকে পিছনে ফেলে দিয়েছেন। রোহিত শর্মার মোট রান ২০টি ম্যাচ খেলে ১১৯৫। এই বিশ্বকাপে দুজনের হাতেই আরও একাধিক ম্যাচ রয়েছে। শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে সেটাই দেখার।
advertisement
প্রসঙ্গত, ম্যাচে টসে দিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রান করে আউট হয়ে যায় পাকিস্তান। ভারতের ৫ বোলার ২টি করে উইকেট পায়। জবাবে ৩০.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। এছাড়া ৫৩ রান করেন শ্রেয়স আইয়ার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023 Rohit Sharma: কোহলির থেকে এগিয়ে গেলেন রোহিত, শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিতবে কে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement