Glenn Maxwell: ৪০ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি ম্যাক্সওয়েলের, নেদারল্যান্ডসকে ৪০০ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

Last Updated:

ODI World Cup 2023 Australia vs Netherlands Glenn Maxwell scored Fastest Century in World Cup History Australia set 400 runs target for Netherlands in ICC World Cup 2023: বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দ্রুততম সেঞ্চুরি। ৪০ বলে শতরান করে নয়া নজির তৈরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবের। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করল ব্যাগি গ্রিনরা।

গ্লেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল
বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দ্রুততম সেঞ্চুরি। ৪০ বলে শতরান করে নয়া নজির তৈরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবের। তাঁর বিদ্ধংসী ব্যাটিংয়ে ভর করেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০০ রানের দোরগোড়ায় পৌছে গেল অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করল ব্যাগি গ্রিনরা।
তবে শুধু ম্যাক্সওয়েল নয়, ম্যাচে শতরান করলেন অস্ট্রেলিয়ার অপর তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ৯৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। তাছাড়া মিডল অর্ডারে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। ৬৮ বলে ৭১ করেন স্টিভ স্মিথ ও ৪৭ বলে ৬২ রানের মারকাটারি ইনিংস খেলেন লাবুশেন।
শুরু থেকেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভাল ব্যাটিং করে ৫ বারের বিশ্বজয়ীরা। তবে সকলকে ছাপিয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ দিন পর তাঁকে ফের দেখা যায় রণংদেহী মেজাজে। একের পর এক মারকাটির শট খেলেন স্লগ ওভারে। মাত্র ৪০ বলে শতরান পূরণ করেন ম্যাক্সি। ৪৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। ৯টি চার ও ৮টি ছয়ে সাজানো ম্যাক্সওয়েলের ইনিংস।
advertisement
advertisement
এদিন ডাচদের বোলিং নিয়ে রীতিমত ছেলেখেলা করে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। ১২ রান করে প্যাট কামিন্স ও ১ রানে অ্যাডাম জাম্পা অপরাজিত থাকেন। তবে এদিনের গ্লেন ম্যাক্সওয়লের ইনিংস দীর্ঘ দিন মনে থেকে যাবে ক্রিকেট প্রেমিদের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Glenn Maxwell: ৪০ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি ম্যাক্সওয়েলের, নেদারল্যান্ডসকে ৪০০ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement