#অকল্যান্ড: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand) সিরিজের দুটি টেস্ট ম্যাচ হবে৷ তার প্রথম খেলা মাউন্ট মাউনগনুই খেলা চলছে৷ চতুর্থ দিনের খেলায় বাংলাদেশি বোলার ইবাদত হুসেন (Ebadat Hossain) চার উইকেট নিয়ে বাংলাদেশকে (Bangladesh) কার্যত ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছে৷ বাংলাদেশ কি পারবে প্রথমবার টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ,তাদেরই মাটিতে হারাতে৷এবাদত হোসেনের (Ebadat Hossain) আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেট খুইয়ে ১৪৭৷
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (NZ vs BAN) প্রথম ইনিংসে ৪৫৮ রান করেছিল৷ প্রথম ইনিংসে তাদের লিড ছিল ১৩০ রানের৷ এবার আবার এবাদত হোসেনের (Ebadat Hossain) আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেট খুইয়ে ১৪৭৷ প্রথম ইনিংসে ৩২৮ রান করা নিউজিল্যান্ডের (New Zealand) মাত্র ১৭ রানের লিড রয়েছে এই মুহূর্তে৷
এবাদত হুসেন (Ebadat Hossain) প্রথম ইনিংসে শতরানকারী ডৈবোন কনওয়েকে ১৩ রানে আউট করে বাংলাদেশের আশা বাড়িয়ে দেন৷ এছাড়া তাঁর শিকারের তালিকায় রয়েছেন বিল ইয়ং (৬৯), হেনরি নিকোলস (০), টম ব্লেন্ডেল (০) করে আউট হয়ে যান৷ এখন নিউজিল্যান্ডকে বাঁচাতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার রস টেলর (Ross Taylor)৷ তিনি ৩৭ রান করে ক্রিজে রয়েছেন৷ তার সঙ্গে রয়েছেন রচিত রবিন্দ্র৷ তাঁর স্কোর ৬৷
বাংলাদেশ এর আগে তিন ফর্ম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের (Ban vs NZ) বিরুদ্ধে ৩৪ টি ম্যাচ খেলেছে৷ কেবল একটি ম্যাচে জিতেছে তারা নিউজিল্যান্ডের মাটিতে৷ সেই ম্যাচে প্রতিপক্ষ ছি স্কটল্যান্ড৷ এই ম্যাচে অভিজ্ঞ শাকিব আল হাসান (Shakib Al Hasan) , তামিম ইকবাল (Tamim Iqbal) এবং মহমুদুল্লাহ (Mahamudullah) না থাকায় জয়ের কোনও সম্ভবনাই ছিল না৷ বাংলাদেশ সেই ম্যাচেই কি কামাল করতে চাইছে৷ বাংলাদেশের মোমিনুল হক (৮৮) (Mominul Haq), লিটন দাস (৮৬) (Liton Das), মহমদুল্লাহ হাসান জয় (৭৮) (Mahmdullah)ও নাজমুল হুসেন শান্তো (Nazmul Husain) (৬৪) করেন৷
আরও পড়ুন - Ind vs SA: 2nd Day তে ভারতের বড় বাজি শামি-বুমরাহ, ম্যাচ বাঁচাতে জ্বলতেই হবে দুই পেসারকে
বাংলাদেশ (Bangladesh) সকালে ৬ উইকেটে ৪০১ রান করে খেলতে শুরু করে, এরপর মেহদি হাসান (৪৭) এবং ইয়াসির আলি (২৬) রান করেন৷ ফলে আরও ৫৭ রান যোগ হয়৷ নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪ উইকেট, নীল ওয়েগনর ৩ ও টিম সাউদি ২ টি উইকেট নেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Cricket, New Zealand