IND vs ENG: শুধু গিল নয়, বিশ্বরেকর্ড গড়লেন জাদেজাও, এমন নজির ক্রিকেট ইতিহাসে কারও নেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England 2nd Test: নিজে ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি শুভমান গিলের সঙ্গে ২০৩ রানের পার্টনারশিপ গড়েন। এই ইনিংসের সৌজন্য এমন একটি রেকর্ডও গড়েছে জাড্ডু যা বিশ্বে কারও নেই।
বার্মিংহামে শুভমান গিলের সঙ্গে যিনি ভারতের স্কোর পাহাড় প্রমাণ করতে বড় সহায়তা করেছেন তিনি হলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নিজে ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি শুভমান গিলের সঙ্গে ২০৩ রানের পার্টনারশিপ গড়েন। এই ইনিংসের সৌজন্য এমন একটি রেকর্ডও গড়েছে জাড্ডু যা বিশ্বে কারও নেই।
রবীন্দ্র জাদেজা বৃহস্পতিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০০ রান ও ১০০ উইকেট নেওয়া বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন। জামনগরের ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত ৪১টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ১৩২টি উইকেট নিয়েছেন এবং বৃহস্পতিবার ভারতের হয়ে ২০০০ রান পূর্ণ করেছেন।

advertisement
advertisement
এজবাস্টনে বার্মিংহামে চলমান ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে জাদেজার প্রয়োজন ছিল ৭৯ রান, যা তিনি দ্বিতীয় দিনের সকালের সেশনে পূর্ণ করেন। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ১৫ জন বোলার ১০০-র বেশি উইকেট নিয়েছেন এবং ২৬ জন ব্যাটার ২০০০-র বেশি রান করেছেন। কিন্তু বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার জাদেজাই একমাত্র খেলোয়াড় যিনি দুটি তালিকাতেই রয়েছেন।
advertisement
জাদেজা হলেন পঞ্চম ভারতীয় ব্যাটার যিনি ডব্লুউটিসি-তে ২০০০ বা তার বেশি রান করেছেন—রোহিত শর্মা (২৭১৬), বিরাট কোহলি (২৬১৭), ঋষভ পন্ত (২৫২৯) এবং শুভমান গিল (২২১৬*)-এর পর।

WTC-তে ভারতের হয়ে সর্বোচ্চ রান:
রোহিত শর্মা – ২৭১৬
বিরাট কোহলি – ২৬১৭
ঋষভ পন্ত – ২৫২৯
advertisement
শুভমান গিল – ২২১৬*
রবীন্দ্র জাদেজা – ২০১০
যশস্বী জয়সওয়াল – ১৯৯০
চেতেশ্বর পূজারা – ১৭৬৯
অজিঙ্কে রাহানে – ১৫৮৯
কেএল রাহুল – ১৫৩৩
ময়াঙ্ক আগরওয়াল – ১২৯৩
WTC-তে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী:
রবিচন্দ্রন অশ্বিন – ১৯৫
জাসপ্রীত বুমরাহ – ১৬১
রবীন্দ্র জাদেজা – ১৩২
মহম্মদ সিরাজ – ১০২
মহম্মদ শামি – ৮৫
advertisement
এখন পর্যন্ত ৪১টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৬১ ইনিংসে জাদেজা ২০১০ রান করেছেন। তাঁর ঝুলিতে আছে ৩টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ-সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ১৩২টি উইকেট, যার মধ্যে রয়েছে ৬টি পাঁচ উইকেট ও ৬টি চার উইকেট নেওয়া ইনিংস।
আরও পড়ুনঃ Shubman Gill: ২৬৯ রানের এক ইনিংসে ১৫টি বিশ্বরেকর্ড গড়লেন শুভমান গিল, জানলে গর্বিত হবেন আপনিও
advertisement
টেস্ট চ্যাম্পিয়নশিপে জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন ছাড়া আর কেউই ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেননি। ভারতের হয়ে WTC-তে সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন ৪১টি ম্যাচে ১১৪২ রান ও ১৯৫ উইকেট নিয়ে তাঁর কেরিয়ার শেষ করেছেন।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক যথাক্রমে WTC-তে ২১০ ও ১৮০ উইকেট নিলেও এখনো ১০০০ রান পূর্ণ করতে পারেননি। ৪৯টি ম্যাচে কামিন্সের রান ৯৭০ এবং ৪৭টি ম্যাচের ৬৫ ইনিংসে স্টার্কের রান ৯১৫। ইংল্যান্ডের ক্রিস ওকস ৩১টি WTC ম্যাচে ১০২টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে করেছেন ৯৮৩ রান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 12:48 AM IST