Shubman Gill: ২৬৯ রানের এক ইনিংসে ১৫টি বিশ্বরেকর্ড গড়লেন শুভমান গিল, জানলে গর্বিত হবেন আপনিও

Last Updated:
Shubman Gill Create 15 Unique World Records: ব্যাটিং অর্ডারের ৪ নম্বরে খেলতে নেমে এই ইনিংস খেলার সময় গিল একাধিক রেকর্ড ভেঙেছেন। মোট ১৫টি রেকর্ড গড়েছেন গিল। দেখে নিন এক নজরে।
1/16
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে শুভমান গিল তার টেস্ট কেরিয়ারের সেরা ইনিংসটি খেলেন। ৩৮৭ বল খেলে ৩০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে তিনি ২৬৯ রান করেন। ব্যাটিং অর্ডারের ৪ নম্বরে খেলতে নেমে এই ইনিংস খেলার সময় গিল একাধিক রেকর্ড ভেঙেছেন। মোট ১৫টি রেকর্ড গড়েছেন গিল। দেখে নিন এক নজরে।  (Photo-AP)
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে শুভমান গিল তার টেস্ট কেরিয়ারের সেরা ইনিংসটি খেলেন। ৩৮৭ বল খেলে ৩০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে তিনি ২৬৯ রান করেন। ব্যাটিং অর্ডারের ৪ নম্বরে খেলতে নেমে এই ইনিংস খেলার সময় গিল একাধিক রেকর্ড ভেঙেছেন। মোট ১৫টি রেকর্ড গড়েছেন গিল। দেখে নিন এক নজরে। (Photo-AP)
advertisement
2/16
১. সেনা (SENA: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোতে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন গিলের দখলে। আগের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের, যিনি ২০০৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১* রান করেছিলেন।  (Photo-AP)
১. সেনা (SENA: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোতে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন গিলের দখলে। আগের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের, যিনি ২০০৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১* রান করেছিলেন। (Photo-AP)
advertisement
3/16
২. টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন গিল। ২০১৯ সালের পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি ২৫৪ রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে গিল করলেন ২৬৯ রান।  (Photo-AP)
২. টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন গিল। ২০১৯ সালের পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি ২৫৪ রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে গিল করলেন ২৬৯ রান। (Photo-AP)
advertisement
4/16
৩. ইংল্যান্ডে টেস্ট ম্যাচে ২৫০-এর বেশি রান করা তৃতীয় সফরকারী অধিনায়ক হলেন গিল। এর আগে অস্ট্রেলিয়ার বব সিম্পসন (৩১১, ১৯৬৪) এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২৭৭ ও ২৫৯, ২০০৩) এই কৃতিত্ব অর্জন করেছিলেন।  (Photo-AP)
৩. ইংল্যান্ডে টেস্ট ম্যাচে ২৫০-এর বেশি রান করা তৃতীয় সফরকারী অধিনায়ক হলেন গিল। এর আগে অস্ট্রেলিয়ার বব সিম্পসন (৩১১, ১৯৬৪) এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২৭৭ ও ২৫৯, ২০০৩) এই কৃতিত্ব অর্জন করেছিলেন। (Photo-AP)
advertisement
5/16
৪. বিদেশের মাটিতে টেস্টে ২৫০ প্লাস রান করা তৃতীয় ভারতীয় ব্যাটার হলেন শুভমান গিল। এর আগে বীরেন্দ্র সহবাগ (৩০৯, ২৫৪) ও রাহুল দ্রাবিড় (২৭০) এই তালিকায় ছিলেন।  (Photo-AP)
৪. বিদেশের মাটিতে টেস্টে ২৫০ প্লাস রান করা তৃতীয় ভারতীয় ব্যাটার হলেন শুভমান গিল। এর আগে বীরেন্দ্র সহবাগ (৩০৯, ২৫৪) ও রাহুল দ্রাবিড় (২৭০) এই তালিকায় ছিলেন। (Photo-AP)
advertisement
6/16
৫. গিল হলেন ষষ্ঠ ভারতীয় অধিনায়ক যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেন: নবাব পতৌদি, সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি ।  (Photo-AP)
৫. গিল হলেন ষষ্ঠ ভারতীয় অধিনায়ক যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেন: নবাব পতৌদি, সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি । (Photo-AP)
advertisement
7/16
৬. ২৫ বছর ২৯৮ দিন বয়সে গিল দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। প্রথম স্থানে রয়েছেন নবাব পটৌদি (২৩ বছর ২৩৯ দিন)।  (Photo-AP)
৬. ২৫ বছর ২৯৮ দিন বয়সে গিল দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। প্রথম স্থানে রয়েছেন নবাব পটৌদি (২৩ বছর ২৩৯ দিন)। (Photo-AP)
advertisement
8/16
৭. ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিন টেস্টে তিনটি শতরান করা চতুর্থ ভারতীয় ব্যাটার হলেন গিল। তার আগে ছিলেন মহম্মদ আজহারউদ্দিন, দিলীপ বেঙ্গসরকর এবং রাহুল দ্রাবিড় ।  (Photo-AP)
৭. ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিন টেস্টে তিনটি শতরান করা চতুর্থ ভারতীয় ব্যাটার হলেন গিল। তার আগে ছিলেন মহম্মদ আজহারউদ্দিন, দিলীপ বেঙ্গসরকর এবং রাহুল দ্রাবিড় । (Photo-AP)
advertisement
9/16
৮. ইংল্যান্ডের বিরুদ্ধে টানা দুটি টেস্টে শতরান করা তৃতীয় ভারতীয় অধিনায়ক গিল। এর আগে এই কৃতিত্ব অর্জন করেন বিজয় হাজারে ও মহম্মদ আজহারউদ্দিনের।  (Photo-AP)
৮. ইংল্যান্ডের বিরুদ্ধে টানা দুটি টেস্টে শতরান করা তৃতীয় ভারতীয় অধিনায়ক গিল। এর আগে এই কৃতিত্ব অর্জন করেন বিজয় হাজারে ও মহম্মদ আজহারউদ্দিনের। (Photo-AP)
advertisement
10/16
৯. ভারতের প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি ও দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় হলেন গিল। এই কৃতিত্ব এর আগে ছিল শুধু সুনীল গাভাসকরের।  (Photo-AP)
৯. ভারতের প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি ও দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় হলেন গিল। এই কৃতিত্ব এর আগে ছিল শুধু সুনীল গাভাসকরের। (Photo-AP)
advertisement
11/16
১০. সেনা দেশগুলিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক হলেন গিল। আগের সেরা স্কোর ছিল তিলকরত্নে দিলশানের ১৯৩ রান (লর্ডস, ২০১১)।  (Photo-AP)
১০. সেনা দেশগুলিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক হলেন গিল। আগের সেরা স্কোর ছিল তিলকরত্নে দিলশানের ১৯৩ রান (লর্ডস, ২০১১)। (Photo-AP)
advertisement
12/16
১১. বিদেশে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় অধিনায়ক গিল। প্রথম ছিলেন বিরাট কোহলি, যিনি ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ রান করেছিলেন।  (Photo-AP)
১১. বিদেশে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় অধিনায়ক গিল। প্রথম ছিলেন বিরাট কোহলি, যিনি ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ রান করেছিলেন। (Photo-AP)
advertisement
13/16
১২. ইংল্যান্ডে টেস্টে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ স্কোর এখন গিলের। তিনি সুনীল গাভাসকরের ২২১ রানের (১৯৭৯, দ্য ওভাল) রেকর্ড ভেঙেছেন।  (Photo-AP)
১২. ইংল্যান্ডে টেস্টে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ স্কোর এখন গিলের। তিনি সুনীল গাভাসকরের ২২১ রানের (১৯৭৯, দ্য ওভাল) রেকর্ড ভেঙেছেন। (Photo-AP)
advertisement
14/16
১৩. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর এখন গিলের। আগের রেকর্ড ছিল বিরাট কোহলির (২৫৪ রান, বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১৯)।   (Photo-AP)
১৩. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর এখন গিলের। আগের রেকর্ড ছিল বিরাট কোহলির (২৫৪ রান, বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১৯)। (Photo-AP)
advertisement
15/16
১৪. ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের রেকর্ড বিশ্বরেকর্ড এখন শুভমান গিলের ঝুলিতে।  (Photo-AP)
১৪. ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের রেকর্ড বিশ্বরেকর্ড এখন শুভমান গিলের ঝুলিতে। (Photo-AP)
advertisement
advertisement
advertisement