T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা মহাতারকার! মন ভাঙল ফ্যানেদের, জানুন বিস্তারিত

Last Updated:

New Zealand Speed Star Trent Boult Retirement Confirms From T20I: এবার টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেই একাধিক অঘটন দেখা গিয়েছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে একাধিক বড় দলকে। এবার অবসর ঘোষণা মহাতারকার।

এবার টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেই একাধিক অঘটন দেখা গিয়েছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে একাধিক বড় দলকে। এই তালিকায় রয়েছে কিংবদন্তি ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন টিম নিউজিল্যান্ডের নামও। দলের হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। পাপুয়া নিউ গিনির বিপক্ষে লিগের শেষ ম্যাচের পর এই ফরম্যাটকে বিদায় জানাতে পারেন তিনি।
এবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ড দলের জন্য ছিল চরম হতাশার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের হারিয়ে জোরালো ধাক্কা দেয় আফগানিস্তান। এরপর আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হারের মুখ দেখতে হয় কিউইদের। টানা দুই হারের পর উগান্ডা ম্যাচে নিউজিল্যান্ড জিতলেও সুপার এইটে পৌঁছানোর জন্য তা যথেষ্ট ছিল না। ‘সি’ গ্রুপ থেকে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
উগান্ডার বিপক্ষে জয়ের পর অভিজ্ঞ ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ঘোষণা করেছিলেন, এটা তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। পাপুয়া নিউ গিনির বিপক্ষে এই টুর্নামেন্টের লিগ ম্যাচের পর এই ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। ম্যাচ শেষে বোল্ট বলেন,”আমি যদি নিজের কথা বলি, তাহলে এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। এই মুহূর্তে এটাই বলতে চাই।”
advertisement
advertisement
নিউজিল্যান্ডের স্পিড স্টার আরও বলেন,”অবশ্যই এই টুর্নামেন্টে আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম তা করতে পারিনি। এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সত্যি কথা হল আমাদের দল টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে যাচ্ছে না। শুধু এটুকুই বলা যায়, যখনই আপনি দেশের হয়ে খেলার সুযোগ পান, এটা সবসময়ই গর্বের মুহূর্ত।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা মহাতারকার! মন ভাঙল ফ্যানেদের, জানুন বিস্তারিত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement