মুম্বই: ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে বল হাতে করেছিলেন কামাল ৷ এক ইনিংসে একাই নিয়েছিলেন ১০ উইকেট ৷ জিম লেকার এবং অনিল কুম্বলের পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এই নজির গড়তে সফল হয়েছিলেন ৷ কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ইতিহাস সৃষ্টি করা কিউয়ি বোলার অজাজ প্যাটেলের (Ajaz Patel) জায়গা হল না বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টেস্ট টিমে ৷ নিউজিল্যান্ডের ১৩ জনের দলে এক মাত্র স্পিনার রচিন রবীন্দ্র (Ajaz Patel dropped against Bangladesh)।
আরও পড়ুন-প্রো কাবাডি লিগের প্রথম দিনেই জয় পেল বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ মুম্বা
ঘরের মাঠে এবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড (New Zealand vs Bangladesh) ৷ কিন্তু টেস্ট সিরিজে নেই অজাজ ৷ এক ইনিংসে ১০ উইকেট নেওয়া স্পিনারের জায়গা হয়নি এই সিরিজে ৷ আগামী ১ জানুয়ারি, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ৷
With regular captain Kane Williamson ruled out with an elbow injury, @Tomlatham2 will lead the side for an entire Test series for the first time, having stepped in to fill the role on four previous occasions. More Info | https://t.co/2msYWNKPBU #NZvBAN pic.twitter.com/j6ZsYzsJkq
— BLACKCAPS (@BLACKCAPS) December 22, 2021
চোটের জন্য এই সিরিজে খেলতে পারছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম ৷ কিন্তু সবাইকে আশ্চর্য করেছে এই সিরিজে অজাজ প্যাটেলকে দলে না রাখা ৷ নির্বাচকরা এমনটা কী করে করলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে ৷ ভারতীয় বংশোদ্ভূত এই লেগ স্পিনার কিউয়ি দলের বোলিং বিভাগে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র এখন ৷ তাই অজাজকে বাদ দেওয়াটা কেউই মেনে নিতে পারছেন না ৷
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড অবশ্য অজাজের বাদ যাওয়া নিয়ে বলেন, “ভারতের বিরুদ্ধে রেকর্ড গড়ার পর অজাজের বাদ যাওয়া নিয়ে কথা হবেই। তবে আমরা মনে করি যখন যেমন দরকার, তখন তেমনটাই হওয়া প্রয়োজন। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে যে দলটা দরকার ছিল, সেটাই বাছা হয়েছে।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajaz Patel, New Zealand