IPL 2022: ‘একাধিকবার ভাবছি হাত কেটে ফেলব’-কেন উইলিয়ামসন, আইপিএল শুরুর আগে মাথায় হাত SRH-র

Last Updated:

আইপিএল (IPL 2022) দল সানরাইজার্স হায়দরাবাদ (SRH) দল কেন উইলিয়ামসনের চোট নিয়ে চিন্তায় থাকবে৷ আইপিএল ২০২২ হায়দরাবাদের অধিনায়কত্ব করবেন৷ ফ্রাঞ্চাইজি ১৪ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছে৷

New Zealand captain Kane Williamson frustrated with elbow  injury said he has thought of to cut it- (SRH instagram)
New Zealand captain Kane Williamson frustrated with elbow injury said he has thought of to cut it- (SRH instagram)
#কলকাতা: নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন  (Kane Williamson) গত ১৫ মাস ধরে একাধিকবার এই ভাবনা এসেছে তাঁর মাথায়৷ বারবার ভেবেছেন হাত কেটে ফেলবেন৷ কারণ যন্ত্রণাবিদ্ধ হাত রাখবেন না বলে মনে হয়৷ এই চোট দীর্ঘ সময় ধরে ভোগাচ্ছে৷ আর এই যন্ত্রণাকাতর অবস্থার জন্য আর কষ্ট সহ্য করতে না পেরে এরকম চরম পথে হাঁটার কথা ভেবেছেন৷ নিউজিল্যান্ড এবার দক্ষিণ আফ্রিকা ১৭ ফেব্রুয়ারি  প্রথম টেস্টের ১৫ জনের দল ঘোষণা হয়েছে৷ চোটের কারণে একাধিকবারে তিনি দলে জায়গা পাননি৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন এমনটাই খবর ছিল৷ কিন্তু চোট সারাতে এখনও তাঁর কিছুটা সময় লাগবে৷ তাঁর অনুপস্থিতিতে টম ল্যাথাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন৷
আইপিএল  (IPL 2022) দল সানরাইজার্স হায়দরাবাদ (SRH) দল কেন উইলিয়ামসনের চোট নিয়ে চিন্তায় থাকবে৷ আইপিএল ২০২২ হায়দরাবাদের অধিনায়কত্ব করবেন৷ ফ্রাঞ্চাইজি ১৪ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছে৷
advertisement
advertisement
একাধিকবার হাত কাটার ভাবনা- উইলিয়ামসন
কেন উইলিয়ামসন (Kane Williamson) stuff.co.nz -কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘একাধিকবার তাঁর মনে হয়েছিল নিজের বাঁ হাত ধারালো কিছু দিয়ে কেটে আলাদা করে দেন৷ ৩১ বছরের কেন উইলিয়ামসন দুই দিকপাল ক্রিকেটার স্টিভ স্মিথ ও সচিন তেন্ডুলকরের পরামর্শ নিয়েছিলেন৷ ’’
advertisement
সচিন তেন্ডুলকরও  নিজের কেরিয়ের টেনিস এলবোর সমস্যা নিয়ে জেরবার হয়েছিলেন৷ কেরিয়ারেও সেটা বিপদ হয়ে ঘুরছিল৷ পরে অবশ্য তিনি এই বিপদ থেকে বেঁচে গিয়েছিলেন৷
উইলিয়ামসন বলেছেন, ‘‘এমন মনে হয় এই চোট নিয়ে প্রত্যেকের নিজের নিজের কাহিনী৷ আছে৷ এই নিয়েই শুধু আমি আশা বাঁচিয়ে রেখেছে৷ কিন্তু এটা ছাড়া আমার আর কিছু নেই৷ এত অসুবিধা করছে যে মাথাও নাড়াতে অসুবিধা হচ্ছে৷ ’’
advertisement
তিনি আরও জানিয়েছেন , ‘‘আশার বিষয় নিউজিল্যান্ড ক্রিকেট ও তাঁদের মেডিক্যাল টিম তাঁকে সাপোর্ট করছে৷ কিন্তু একজন ক্রিকেটার হিসেবে এর থেকে সেরে ওঠা মুশকিল৷’’
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: ‘একাধিকবার ভাবছি হাত কেটে ফেলব’-কেন উইলিয়ামসন, আইপিএল শুরুর আগে মাথায় হাত SRH-র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement