IPL 2022: ‘একাধিকবার ভাবছি হাত কেটে ফেলব’-কেন উইলিয়ামসন, আইপিএল শুরুর আগে মাথায় হাত SRH-র

Last Updated:

আইপিএল (IPL 2022) দল সানরাইজার্স হায়দরাবাদ (SRH) দল কেন উইলিয়ামসনের চোট নিয়ে চিন্তায় থাকবে৷ আইপিএল ২০২২ হায়দরাবাদের অধিনায়কত্ব করবেন৷ ফ্রাঞ্চাইজি ১৪ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছে৷

New Zealand captain Kane Williamson frustrated with elbow  injury said he has thought of to cut it- (SRH instagram)
New Zealand captain Kane Williamson frustrated with elbow injury said he has thought of to cut it- (SRH instagram)
#কলকাতা: নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন  (Kane Williamson) গত ১৫ মাস ধরে একাধিকবার এই ভাবনা এসেছে তাঁর মাথায়৷ বারবার ভেবেছেন হাত কেটে ফেলবেন৷ কারণ যন্ত্রণাবিদ্ধ হাত রাখবেন না বলে মনে হয়৷ এই চোট দীর্ঘ সময় ধরে ভোগাচ্ছে৷ আর এই যন্ত্রণাকাতর অবস্থার জন্য আর কষ্ট সহ্য করতে না পেরে এরকম চরম পথে হাঁটার কথা ভেবেছেন৷ নিউজিল্যান্ড এবার দক্ষিণ আফ্রিকা ১৭ ফেব্রুয়ারি  প্রথম টেস্টের ১৫ জনের দল ঘোষণা হয়েছে৷ চোটের কারণে একাধিকবারে তিনি দলে জায়গা পাননি৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন এমনটাই খবর ছিল৷ কিন্তু চোট সারাতে এখনও তাঁর কিছুটা সময় লাগবে৷ তাঁর অনুপস্থিতিতে টম ল্যাথাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন৷
আইপিএল  (IPL 2022) দল সানরাইজার্স হায়দরাবাদ (SRH) দল কেন উইলিয়ামসনের চোট নিয়ে চিন্তায় থাকবে৷ আইপিএল ২০২২ হায়দরাবাদের অধিনায়কত্ব করবেন৷ ফ্রাঞ্চাইজি ১৪ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছে৷
advertisement
advertisement
একাধিকবার হাত কাটার ভাবনা- উইলিয়ামসন
কেন উইলিয়ামসন (Kane Williamson) stuff.co.nz -কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘একাধিকবার তাঁর মনে হয়েছিল নিজের বাঁ হাত ধারালো কিছু দিয়ে কেটে আলাদা করে দেন৷ ৩১ বছরের কেন উইলিয়ামসন দুই দিকপাল ক্রিকেটার স্টিভ স্মিথ ও সচিন তেন্ডুলকরের পরামর্শ নিয়েছিলেন৷ ’’
advertisement
সচিন তেন্ডুলকরও  নিজের কেরিয়ের টেনিস এলবোর সমস্যা নিয়ে জেরবার হয়েছিলেন৷ কেরিয়ারেও সেটা বিপদ হয়ে ঘুরছিল৷ পরে অবশ্য তিনি এই বিপদ থেকে বেঁচে গিয়েছিলেন৷
উইলিয়ামসন বলেছেন, ‘‘এমন মনে হয় এই চোট নিয়ে প্রত্যেকের নিজের নিজের কাহিনী৷ আছে৷ এই নিয়েই শুধু আমি আশা বাঁচিয়ে রেখেছে৷ কিন্তু এটা ছাড়া আমার আর কিছু নেই৷ এত অসুবিধা করছে যে মাথাও নাড়াতে অসুবিধা হচ্ছে৷ ’’
advertisement
তিনি আরও জানিয়েছেন , ‘‘আশার বিষয় নিউজিল্যান্ড ক্রিকেট ও তাঁদের মেডিক্যাল টিম তাঁকে সাপোর্ট করছে৷ কিন্তু একজন ক্রিকেটার হিসেবে এর থেকে সেরে ওঠা মুশকিল৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: ‘একাধিকবার ভাবছি হাত কেটে ফেলব’-কেন উইলিয়ামসন, আইপিএল শুরুর আগে মাথায় হাত SRH-র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement