IND vs WI : রোহিত শর্মার ভারতের সামনে ইতিহাসের হাতছানি, এই প্রথমবার হবে নজির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত বনাম ওয়েস্টইন্ডিজের (India vs West Indies) তৃতীয় একদিনের ম্যাচে জিতলেই নতুন ইতিহাস তৈরি করে ফেলবে ভারতীয় ক্রিকেট দল৷
#আহমেদাবাদ: পরপর দুটি একদিনের ম্যাচ জিতে সিরিজ ২-০ এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় একদিনের ম্যাচ খেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷ এদিন টসে জিতে শুরুটা ভালই করেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজের (India vs West Indies) তৃতীয় একদিনের ম্যাচে জিতলেই নতুন ইতিহাস তৈরি করে ফেলবে ভারতীয় ক্রিকেট দল৷ এই ম্যাচ জিতলে সিরিজে ক্লিন সুইপ করবে ভারত৷ এই প্রথম ভারত ( Indian Cricket Team) বনাম ওয়েস্টইন্ডিজ একদিনের সিরিজে ভারত হোয়াইট ওয়াশ করবে৷ এই প্রথম তিনম্যাচে জিতবে ভারত তা আবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে৷
দুই দলের মধ্যে এটা ২১ তম দ্বিপাক্ষিক সিরিজ৷ এর আগে খেলা ২০ টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে -র মধ্যে ২ বার ওয়েস্টইন্ডিজ ক্লিন সুইপ করেছিল৷ ভারত এবারের সিরিজের ওয়েস্টইন্ডিজ প্রথম ম্যাচে ৬ উইকেটে হারে৷ দ্বিতীয় ম্যাচেও ৪৪ রানে হারে৷ তৃতীয় ওয়ানডে তে শিখর ধাওয়ান ফিরেছেন৷ যা দলকে বাড়তি গভীরতা দিচ্ছে৷ ধাওয়ান দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে করোনা পজিটিভ হয়ে গিয়েছিলেন৷
advertisement
🚨 Team News 🚨 4⃣ changes for #TeamIndia as Shikhar Dhawan, Shreyas Iyer, Deepak Chahar & Kuldeep Yadav replace KL Rahul, Deepak Hooda, Shardul Thakur & Yuzvendra Chahal in the team. #INDvWI @Paytm Follow the match ▶️ https://t.co/9pGAfWtQZV Here's our Playing XI 🔽 pic.twitter.com/BrCxdkHRRg
— BCCI (@BCCI) February 11, 2022
advertisement
advertisement
রোহিত শর্মা (Rohit Sharma) দ্বিতীয় ওয়ান ডে -তে ঋষভ পন্থ নিজের ওপেনিং পার্টনার হয়েছিলেন৷ শিখর ধাওয়ান ফেরায় ফের মিডল অর্ডারে পন্থ৷ এদিকে ধাওয়ান ফেরার দিনে শুরুটা মন্দ হল, টসে জিতলেও রোহিত ফিরলেন তাড়াতাড়ি৷ দীপক হুডাও এদিন দলের বাইরে৷
advertisement
এদিকে যে রেকর্ড ছোঁওয়ার হাতছানি ভারতীয় দলের ( Indian Cricket Team) কাছে যেরকম আছে তেমনিই ওয়েস্টইন্ডিজের কাছে এই ম্যাচ মুখ বাঁচানোর লড়াই৷ কায়রন পোলার্ড দ্বিতীয় একদিনের ম্যাচ থেকেই চোটের কারণে খেলছেন না, তৃতীয় একদিনের ম্যাচেও খেলেননি৷ তাই ম্যাচেও নিকোলাস পুরান দলের অধিনায়কত্ব করছেন৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) সিরিজের দুটি ম্যাচের একটিতেও ওয়েস্টইন্ডিজ পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি৷ এই ম্যাচ হয়ে গেলে ১৬ ফেব্রুয়ারি থেকে ৩ টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2022 2:19 PM IST