KKR: আইপিএল মেগা অকশনে এই বাংলার ক্রিকেটারদের দিকে নজর থাকছে কেকেআরের

Last Updated:
এটি কেকেআরের (KKR) জন্য একটি গুরুত্বপূর্ণ নিলাম হতে চলেছে কারণ এই মেগা নিলামের (IPL 2022 Mega Auction) কলকাতা নাইট রাইডার্সের (KKR) টার্গেট হতে পারে এমন পাঁচজন বাংলার ক্রিকেটারের কেউ না কেউ৷ দেখে নিন কারা হতে পারেন তাঁরা৷
1/6
শনি ও রবিবার বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ মেগা নিলাম (IPL 2022 Mega Auction)৷  কেকেআরও (Kolkata Knight Riders) এবার নিজেদের দল নতুন করে সাজাবে৷  কেকেআর ম্যানেজমেন্টের নজরে থাকতেই পারে বাংলার কয়েকজন  ক্রিকেটার৷  কলকাতা নাইট রাইডার্সের ২১ টি স্লট পূরণ করতে হবে, যার মধ্যে ছয়টি বিদেশি খেলোয়াড়দের জন্য। এটি কেকেআরের (KKR) জন্য একটি গুরুত্বপূর্ণ নিলাম হতে চলেছে কারণ এই মেগা নিলামের (IPL 2022 Mega Auction) কলকাতা নাইট রাইডার্সের  (KKR) টার্গেট হতে পারে এমন পাঁচজন বাংলার ক্রিকেটারের কেউ না কেউ৷ দেখে নিন কারা হতে পারেন তাঁরা৷ Photo- PTI
শনি ও রবিবার বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ মেগা নিলাম (IPL 2022 Mega Auction)৷ কেকেআরও (Kolkata Knight Riders) এবার নিজেদের দল নতুন করে সাজাবে৷ কেকেআর ম্যানেজমেন্টের নজরে থাকতেই পারে বাংলার কয়েকজন ক্রিকেটার৷ কলকাতা নাইট রাইডার্সের ২১ টি স্লট পূরণ করতে হবে, যার মধ্যে ছয়টি বিদেশি খেলোয়াড়দের জন্য। এটি কেকেআরের (KKR) জন্য একটি গুরুত্বপূর্ণ নিলাম হতে চলেছে কারণ এই মেগা নিলামের (IPL 2022 Mega Auction) কলকাতা নাইট রাইডার্সের (KKR) টার্গেট হতে পারে এমন পাঁচজন বাংলার ক্রিকেটারের কেউ না কেউ৷ দেখে নিন কারা হতে পারেন তাঁরা৷ Photo- PTI
advertisement
2/6
মহম্মদ শামি (Mohammed Shami) উত্তরপ্রদেশ থেকে বাংলায় চলে এসেছেন এবংএখানেই  ক্রিকেটার হিসেবে উন্নতি করে জাতীয় দলে দাপটের সঙ্গে খেলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের (KKR) সঙ্গে তার আইপিএল (IPL) কেরিয়ার শুরু করেন এবং তারপরে দিল্লি এবং পঞ্জাবের হয়ে খেলতে যান। তিনি এখন ভারতের সবচেয়ে ধারাবাহিক বোলারদের একজন। একজন অভিজ্ঞ ভারতীয় সিমারের সন্ধানে কেকেআরের (KKR) তাই  দুবারের আইপিএল চ্যাম্পিয়নের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতেই পারেন মহম্মদ শামি (Mohammed Shami)৷
মহম্মদ শামি (Mohammed Shami) উত্তরপ্রদেশ থেকে বাংলায় চলে এসেছেন এবংএখানেই ক্রিকেটার হিসেবে উন্নতি করে জাতীয় দলে দাপটের সঙ্গে খেলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের (KKR) সঙ্গে তার আইপিএল (IPL) কেরিয়ার শুরু করেন এবং তারপরে দিল্লি এবং পঞ্জাবের হয়ে খেলতে যান। তিনি এখন ভারতের সবচেয়ে ধারাবাহিক বোলারদের একজন। একজন অভিজ্ঞ ভারতীয় সিমারের সন্ধানে কেকেআরের (KKR) তাই দুবারের আইপিএল চ্যাম্পিয়নের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতেই পারেন মহম্মদ শামি (Mohammed Shami)৷
advertisement
3/6
ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) বয়স ৩৭ বছর, সম্প্রতি বয়সের কারণে ভারতীয় দলে তাঁর আর জায়গা হবে না এরকম খবর আসার পরেই বাংলার রনজি দল থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি৷ তবে এর প্রভাব হয়ত আইপিএল মেগা নিলামে (IPL 2022 Mega Auction)  তাঁর ওপর নাও পড়তে পারে৷  খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তিনি আইপিএলের (IPL) প্রাথমিক বছরগুলিতে কেকেআর (KKR) সহ সর্বশেষ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সাহা (Wriddhiman Saha) ব্যাটিং ওপেন করতে পারেন আবার দলের জন্যও রাখতে পারেন। একজন অভিজ্ঞ ওপেনার এবং উইকেটকিপার স্লটেও  ঋদ্ধিমান সাহা পুরোপুরি ফিট করতে পারেন। তিনি আইপিএলে ১৩৩ টি ম্যাচ খেলেছেন৷
ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) বয়স ৩৭ বছর, সম্প্রতি বয়সের কারণে ভারতীয় দলে তাঁর আর জায়গা হবে না এরকম খবর আসার পরেই বাংলার রনজি দল থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি৷ তবে এর প্রভাব হয়ত আইপিএল মেগা নিলামে (IPL 2022 Mega Auction) তাঁর ওপর নাও পড়তে পারে৷ খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তিনি আইপিএলের (IPL) প্রাথমিক বছরগুলিতে কেকেআর (KKR) সহ সর্বশেষ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সাহা (Wriddhiman Saha) ব্যাটিং ওপেন করতে পারেন আবার দলের জন্যও রাখতে পারেন। একজন অভিজ্ঞ ওপেনার এবং উইকেটকিপার স্লটেও ঋদ্ধিমান সাহা পুরোপুরি ফিট করতে পারেন। তিনি আইপিএলে ১৩৩ টি ম্যাচ খেলেছেন৷
advertisement
4/6
শাহবাজ আহমেদ  (Shahbaz Ahmed) আইপিএল ২০২১ (IPL 2021) এ আরসিবি-র হয়ে তার উপস্থিতি অনুভব করেছিলেন। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৩টি ম্যাচ খেলেছিলেন৷ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তার সেরা পারফরম্যান্স ছিল ৩/৭ , সেই ম্যাচে তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর দিয়ে আরসিবি জিতেছিল৷ শাহবাজ আহমেদ  (Shahbaz Ahmed) বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ভাল ফর্মে ছিলেন৷ পাঁচ ইনিংসে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ ২২৭ রান ছিল৷ টুর্নামেন্টে বল হাতেও তিনি বাংলা দলের কাজে লেগেছিলেন৷  ছয় উইকেটও নিয়েছেন তিনি। আইপিএল মেগা নিলামে  (IPL 2022 Mega Auction) তাঁর ওপরেও কেকেআর (KKR) ফ্রাঞ্চাইজিদের নজর থাকতে পারে৷
শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) আইপিএল ২০২১ (IPL 2021) এ আরসিবি-র হয়ে তার উপস্থিতি অনুভব করেছিলেন। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৩টি ম্যাচ খেলেছিলেন৷ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তার সেরা পারফরম্যান্স ছিল ৩/৭ , সেই ম্যাচে তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর দিয়ে আরসিবি জিতেছিল৷ শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ভাল ফর্মে ছিলেন৷ পাঁচ ইনিংসে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ ২২৭ রান ছিল৷ টুর্নামেন্টে বল হাতেও তিনি বাংলা দলের কাজে লেগেছিলেন৷ ছয় উইকেটও নিয়েছেন তিনি। আইপিএল মেগা নিলামে (IPL 2022 Mega Auction) তাঁর ওপরেও কেকেআর (KKR) ফ্রাঞ্চাইজিদের নজর থাকতে পারে৷
advertisement
5/6
প্রাক্তন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)  আইপিএল ২০২২ মেগা নিলামে ৫০ লক্ষের নিলামে নাম লিখিয়েছেন৷  তিনি ১৬৯৫ রান করেছেন, যার মধ্যে ৭ অর্ধশতক রয়েছে এবং তাঁর নামে একটি উইকেটও রয়েছে। মনোজ তিওয়ারি (Manoj Tiwary)  শেষবার আইপিএল ২০১৮তে পঞ্জাবের হয়ে খেলেছিলেন৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে, তিওয়ারি রাজনীতিতে যোগ দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের বর্তমান ক্রীড়ামন্ত্রী৷ এই বছরের শুরুর দিকে রনজি ট্রফি খেলবেন জানিয়েছিলেন আর তাঁর ২১ জনের দলের নামও ছিল৷
প্রাক্তন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) আইপিএল ২০২২ মেগা নিলামে ৫০ লক্ষের নিলামে নাম লিখিয়েছেন৷ তিনি ১৬৯৫ রান করেছেন, যার মধ্যে ৭ অর্ধশতক রয়েছে এবং তাঁর নামে একটি উইকেটও রয়েছে। মনোজ তিওয়ারি (Manoj Tiwary) শেষবার আইপিএল ২০১৮তে পঞ্জাবের হয়ে খেলেছিলেন৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে, তিওয়ারি রাজনীতিতে যোগ দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের বর্তমান ক্রীড়ামন্ত্রী৷ এই বছরের শুরুর দিকে রনজি ট্রফি খেলবেন জানিয়েছিলেন আর তাঁর ২১ জনের দলের নামও ছিল৷
advertisement
6/6
ইশান পোরেল (Ishan Porel) ২০১৮ সালের একজন প্রাক্তন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য। ঘরোয়া ক্রিকেটে তিনি বাংলার বোলিং লাইনআপের ধারাবাহিক সদস্য৷ তিনি ভারতীয় দলের সহযোগি বোলার হিসেবে শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন৷ আইপিএল ২০২০ তে পঞ্জাব তাঁকে কিনলেও তিনি মাত্র একটিই ম্যাচ খেলতে পেরেছেন৷ এবারের আইপিএলে  (IPL) বাংলার এই বোলারকে নজরে রাখতে পারে কেকেআর (KKR)৷
ইশান পোরেল (Ishan Porel) ২০১৮ সালের একজন প্রাক্তন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য। ঘরোয়া ক্রিকেটে তিনি বাংলার বোলিং লাইনআপের ধারাবাহিক সদস্য৷ তিনি ভারতীয় দলের সহযোগি বোলার হিসেবে শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন৷ আইপিএল ২০২০ তে পঞ্জাব তাঁকে কিনলেও তিনি মাত্র একটিই ম্যাচ খেলতে পেরেছেন৷ এবারের আইপিএলে (IPL) বাংলার এই বোলারকে নজরে রাখতে পারে কেকেআর (KKR)৷
advertisement
advertisement
advertisement