নরসিং রিও যাবেন কিনা, জানা যাবে আজ
Last Updated:
অলিম্পিকে নরসিং যাদবের ভাগ্য এখনও পর্যন্ত ঝুলেই রয়েছে । নাডার তরফ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৪টে নাগাদ এই ব্যাপারে চূড়ান্ত রায় জানানো হবে।
#নয়াদিল্লি: অলিম্পিকে নরসিং যাদবের ভাগ্য এখনও পর্যন্ত ঝুলেই রয়েছে । নাডার তরফ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৪টে নাগাদ এই ব্যাপারে চূড়ান্ত রায় জানানো হবে। তার আগেই অবশ্য দ্বিতীয় টেস্টেও ফেল করেছেন ভারতীয় কুস্তিগির।
আশা ক্ষীণ। তবুও লড়াই ছাড়ছেন না ভারতীয় কুস্তিগির নরসিং যাদব। বুধবার দিনভর নির্দোষ প্রমাণে চেষ্টা চালিয়ে গেলেন। বিকেলে নাডায় হাজির দেওয়ার আগে সোনিপতের সাইয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছেন তিনি।
ভারতীয় কুস্তি ফেডারেশনের দাবি, ওই ব্যক্তি সাইয়ের আর এক কুস্তিগির। সকালে এই ঘটনার পর আশা যখন জাগছে, ফের ধাক্কা। বুধবার দুপুরেই জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা জানিয়ে দেয়, দ্বিতীয় টেস্টেও ফেল করেছেন নরসিং। খাবারে মেশানো হয়েছে মাদক। নরসিংয়ের এই অভিযোগও খারিজ করা হয়েছে। এই পরিস্থিতিতেই নাডার দফতরে যান নরসিং। ঝাড়া তিন ঘণ্টার শুনানির পর জানানো হয় চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার।
advertisement
advertisement
নরসিংয়ের আইনজীবী দাবি করেছেন, তাঁদের পক্ষ থেকে যতটা সম্ভব ততটাই করা হয়েছে। এবার নজর থাকবে নাডার সিদ্ধান্তের দিকে। তাতেও অবশ্য চিঁড়ে ভিজবে বলে মনে করছে না ওয়াকিবহাল মহল। কারণ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক অনড়, ডোপ কেলেঙ্কারির দাগ নিয়ে কোনও ভাবেই রিও যাবেন না ২৬ বছরের নরসিং যাদব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2016 2:19 PM IST