Mustafizur Rahman, Bangladesh : বাংলাদেশের এই ফাস্ট বোলারকে কড়া বার্তা বিসিবি সভাপতির! হঠাৎ কেন?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Mustafizur Rahman will definitely play test cricket if Bangladesh needs him. মুস্তাফিজুরকে নিয়ে বড় বয়ান বাংলাদেশ ক্রিকেট সভাপতির. বাংলাদেশ বোর্ডের চাপে টেস্টে ফিরতে হতে পারে মুস্তাফিজুরকে
সেসব বিধি-নিষেধ এখন উঠে যাওয়ায় তার টেস্ট খেলার উচিত বলেই মনে করেন ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস। মুস্তাফিজকে তাই টেস্ট খেলতে বলা হবে; কিন্তু জোরও করা হবে না বলে কয়েক দিন আগে কালের কণ্ঠকে জানিয়েছিলেন তিনি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন ভিন্ন কথা। প্রয়োজন হলে মুস্তাফিজকে টেস্টও খেলতে হবে, এমনই জোরালো ঘোষণা শোনা গেল সন্ধ্যায় স্থানীয় এক হোটেলে বিসিবি আয়োজিত ইফতারের পর।
advertisement
advertisement
পেসারদের প্রসঙ্গ উঠলে মুস্তাফিজ অবধারিতভাবেই চলে আসেন। চলে এলেনও। চোটের কারণে তাসকিন আহমেদ ও মূত্রনালির সমস্যায় শরীফুল ইসলাম শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে খেলছেন না। প্রিমিয়ার লিগের ম্যাচে বোলিং হাতে চোট পাওয়ায় সেলাই লেগেছে এবাদত হোসেনেরও।
advertisement
নিশ্চিত করে বলার উপায় নেই যে শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়া যাবেই। এসব প্রসঙ্গেই মুস্তাফিজকে নিয়ে নাজমুল বললেন, আমাদের দরকার হলে মুস্তাফিজ অবশ্যই টেস্ট খেলবে। দেশের প্রয়োজন সবার আগে। বাংলাদেশের হয়ে খেলার কারণেই ক্রিকেটারদের পরিচিতি। সেরা উপেক্ষা করা যায় না। দেশের স্বার্থ সবচেয়ে আগে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2022 3:59 PM IST