আইপিএলে জায়গা না পেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে রেকর্ড গড়লেন মুস্তাফিজুর!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে কার্যত প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। কিন্তু, সেই মুস্তাফিজুর রহমানই টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন তিনি।
সিলেট: আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে কার্যত প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। কিন্তু, সেই মুস্তাফিজুর রহমানই টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন তিনি। ২ জানুয়ারি রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচে ইতিহাস গড়লেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেছিলেন ‘ফিজ’। আজকের ম্যাচের আগে তাঁর সব ধরনের টি-টোয়েন্টিতে মোট ৩৯৯টি উইকেট ছিল। প্রতিপক্ষের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে সাজঘরে ফিরিয়েই তিনি ২০ ওভারের ক্রিকেটে ৪০০টি উইকেটের গণ্ডি স্পর্শ করেন।
আর এই উইকেট পাওয়ার পরেই তিনি ইতিহাস গড়ে ফেললেন। দ্রুততম ফাস্ট বোলার হিসাবে তিনি ৪০০টি উইকেট নিলেন।
advertisement
advertisement
মাত্র ৩১৫টি ম্যাচে মুস্তাফিজুর ৪০০টি উইকেট নিলেন তিনি। তিনি ওয়াহাব রিয়াজের রেকর্ড ভাঙলেন তিনি। পাকিস্তানি ফাস্ট বোলার ৩৩৫টি ম্যাচে ৪০০টি টি-টোয়েন্টি ওভারের উইকেট নিয়েছিলেন তিনি। তবে সেই রেকর্ডের মালিক এখন মুস্তাফিজুর। সব বোলারদের মধ্যে রশিদ খানই মুস্তাফিজুরের থেকে কম ম্যাচ খেলে ৪০০টি উইকেট নিয়েছেন। মাত্র ১১তম বোলার হিসাবে মুস্তাফিজুর ৪০০ উইকেটের গণ্ডি পার করেন। তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এই বিশেষ মাইলফলক স্পর্শ করলেন।
advertisement
৩০ বছর বয়সি ক্রিকেটারের এই সাফল্যে নিঃসন্দেহেই তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের খুশি হওয়ারই কথা। কেকেআর তাঁকে নয় কোটি ২০ লক্ষ টাকায় নিলামে দলে নিয়েছিল। কিন্তু, মুস্তাফিজুরকে দলে নেওয়ার পরেই গোটা দেশজুড়েই শোরগোল পড়ে যায়।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে অনেকেই ইতিমধ্যেই মুখ খুলেছেন। সেই পরিস্থিতিতে বাংলাদেশেরই এক ক্রিকেটার ভারতে খেলবেন তা নিয়ে অনেকেই অসন্তুষ্ট ছিলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 3:42 PM IST








