খড়গপুরের টিটি, বাংলা জানেন! বাংলাদেশীরা একটুও বোঝেনি, বোকা বানান ধোনি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ms Dhoni: ধোনি বাংলা জানেন, বলতে পারেন, ধরতেই পারল না বাংলাদেশীরা!
নয়াদিল্লি: বাংলাদেশের মাটিতে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে মোট ৩৪টি ম্যাচ খেলেছেন এম এস ধোনি। জিতেছেন ২৫টি ম্যাচ। তবে একবার তিনি বাংলাদেশী ক্রিকেটারদের যা বোকা বানিয়েছিলেন, শুনলে হা হয়ে যাবেন।
রাঁচিতে জন্ম ধোনির। তবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রেলস্টেশনে টিকিট চেকারের চাকরি করতেন তিনি। সেখান থেকেই তাঁর স্বপ্নের উড়ান শুরু। সেই চাকুরে ধোনি হয়ে যান ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তিনি। ভারতে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন।
আরও পড়ুন- ভারতের দয়াতেই পাকিস্তান পৌঁছতে পারে সেমিফাইনালে,অঙ্কের হিসেবনিকেশটা জাস্ট বুঝুন
প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাংলা ভাষা জানেন, বোঝেন, এমনকী কিছুটা বলতেও পারেন। কারণ তিনি দীর্ঘদিন বাংলারই এক রেলস্টেশনে চাকরি করেছেন। তবে ধোনির বাংলা ভাষা জানার কথা জানতেন না বাংলাদেশের ক্রিকেটাররা। আর ধোনি তাই সুযোগ পেয়ে তাদের বোকা বানিয়ে দেন।
advertisement
advertisement
When MS Dhoni pranked Bangladeshi’s
pic.twitter.com/9IRDNsZpNn— BALA (@rightarmleftist) October 30, 2023
ধোনি এক অনুষ্ঠানে বলছিলেন, ‘খড়গপুরে যখন আমি চাকরি করতাম তখন বাংলা বলতাম ভালমতোই। এখন বলতে গেলে অবশ্য একটু ভুল হতে পারে। কিন্তু আমি এখনও বাংলা খুব ভাল বুঝতে পারি। যদি আমার সামনে কেউ বাংলা বলে তা হলে আমি বুঝে যাব ওরা কী বলতে চাইছে।’
advertisement
তিনি আরও বলেন, ’আমরা একবার বাংলাদেশের বিরুদ্ধে খেলছিলাম। আমি ব্যাট করার সময় ওদের উইকেটকিপার ও ক্যাপ্টেন বাংলায় বোলারদের নির্দেশ দিচ্ছিল। ওরা ভেবেছিল আমি একেবারেই বাংলা জানি না। কিন্তু আমি বুঝতে পারছিলাম ওরা কী পরিকল্পনা করছে। ওরা কোন দিকে বোলিং করবে তা আমি আগেই জেনে যাচ্ছিলাম।’ কথাগুলো বলেই ধোনি হো হো করে হেসে ফেলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 4:20 PM IST