সব ধরনের ক্রিকেটকে বিদায়, কেরিয়ারে ইতি টানলেন ধোনির প্রিয় বন্ধু
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Retirement: এমএস ধোনির প্রিয় বন্ধু তিনি। ধোনিকে নিয়ে গানও বেঁধেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির সাফল্যের অন্যতম কাণ্ডারি তিনি। এবার তিনি সিদ্ধান্ত নিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিদায় নেওয়ার।
এমএস ধোনির প্রিয় বন্ধু তিনি। ধোনিকে নিয়ে গানও বেঁধেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির সাফল্যের অন্যতম কাণ্ডারি তিনি। টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্লোয়ার বোলার ও অলরাউন্ডার তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলকে আগেই বিদায় জানিয়েছিলেন। এবার সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ডোয়েইন ব্রাভো।
২০২১ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলে অবসর নিয়েছিলেন ডিজে ব্রাভো। সিএসকের হয়ে শেষ আইপিএল খেলেছিলেন ২০২৩ সালে। বর্তমানে সিএসকের মেন্টর দলেও রয়েছেন তিনি। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে তিনি। এবার পুরোপুরি কিট ব্যাগ তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ক্যারিবিয়ান তারকা।
তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ নাইট রাইডার্সের হয়ে খেলে হয়ে খেলেই অবসর নেবে বলে জানিয়েছেন ৪০ বছরে ক্রিকেট তারকা। সোশ্যাল মিডিয়ায় ব্রাভো জানিয়েছেন,”আমার ক্রিকেট কেরিয়ারের সফরটা দারুণ ছিল। এটাই সিপিএলে ত্রিনিদা নাইট রাইডার্সের হয়ে আমার শেষ বছর। জাতীয় দলের হয়ে দুবার টি-২০ বিশ্বকাপ জয় সহ, সিএসকের হয়ে আইপিএল জয়, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে একাধিক স্মরণীয় মুহূর্ত রয়েছে। সকলকে অনেক ধন্যবাদ।”
advertisement
advertisement
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআর থেকে বাদ একাধিক তারকা! নিলামের আগেই বড় ধামাকা করবে নাইটরা? জানুন বিস্তারিত
প্রসঙ্গত, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেরা সময়টা কাটিয়েছেন এমএস ধোনি নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে। ধোনি ও ব্রাভোর বন্ধুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। ব্রাভোর মত টি-২০-র কমপ্লিট প্লেয়ার খুব কম রয়েছে ক্রিকেট বিশ্বে। তাঁকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান ও প্রাক্তম সতীর্থ, বন্ধু ও পরিবাররের সদস্যরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2024 2:57 PM IST