#নয়াদিল্লি: ‘‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে’’- অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে এত বড় কথা বলে ফেললেন হরভজন সিং৷ দুনিয়া জানে তাঁদের সম্পর্ক তেঁতো৷ কারণ ২০০৮ সালে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের মাঙ্কি গেট স্ক্যান্ডাল ক্রিকেট দুনিয়ার কেউই ভুলবে না৷ সেই সময় ম্যাচ চলাকালীন স্লেজিংয়ের দরুণ হরভজন সিং এমন একটা কিছু বলেছিলেন যা অ্যান্ডু সাইমন্ডস ভেবেছিলেন তাঁকে মাঙ্কি অর্থাৎ বাঁদর বলছেন৷ যে কারণে বিশ্ব ক্রিকেট সে সময় ২ ভাগ হয়ে গিয়েছিল৷ অ্যান্ড্রু সাইমন্ডস জোর ধাক্কা লাগে৷ এই মাঙ্কি গেটে দুই পাত্র রয়েছে৷ অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds) ও হরভজন সিং কথাবার্তা বিনিময়ে একে অপরকে কি বলেছিলেন তা নিয়েই উত্তাল হয়েছিল ক্রিকেট দুনিয়া৷ দুই ক্রিকেটারের লড়াই দুই ক্রিকেট অ্যাসোসিয়েশনের লড়াইতে পরিণত হয়৷ সাইমন্ডসকে দল থেকে বার করা হয়৷ দুই দলের ক্রিকেট সম্পর্কে তিক্ততা এসে যায়৷ কিন্তু এই ক্রিকেট দলের তিক্ততা সাময়িক তা বোঝা যায় এদিনের হরভজন সিংয়ের (Harbhajan Singh) ট্যুইট রিঅ্যাকশনে৷
আইপিএলে কিছু সময়ের জন্য দুই ক্রিকেটার এক সঙ্গে আইপিএল দলে খেলেন৷ পুরনো কথাকে ভুলিয়ে দিয়েছিলেন৷ অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে তাই হৃদয় থেকে ট্যুইট করলেন ভাজ্জি৷ তিনি সোশ্যালমিডিয়ায় লেখেন, ‘‘Shocked to hear about the sudden demise of Andrew Symonds. Gone too soon. Heartfelt condolences to the family and friends. Prayers for the departed soul’’- অর্থাৎ অ্যান্ডু সাইমন্ডসের হঠাৎ মৃত্যুতে স্তম্ভিত৷ তাঁর পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা৷ মৃতের আত্মার প্রতি শ্রদ্ধা৷’’
Shocked to hear about the sudden demise of Andrew Symonds. Gone too soon. Heartfelt condolences to the family and friends. Prayers for the departed soul 🙏#RIPSymonds
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 15, 2022
২০০৭-০৮ সময় ছিল যখন অনিল কুম্বলের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে ছিলেন৷ এই সফরেই সেই কুখ্যাত মাঙ্কিগেট বিবাদ হয়েছিল৷ সাইমন্ডসের দাবি ছিল তাঁকে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল৷
এদিকে অ্যান্ডু সাইমন্ডস ও হরভজন সিং বিতর্কে যিনি সাক্ষী হয়েছিলেন তিনি সচিন তেন্ডুলকর৷ তাঁর সাক্ষ্যেই হরভজন সিং নির্দোষ প্রমাণ হন৷ সচিন তেন্ডুলকরও শোকবার্তা জানান৷
Andrew Symond’s demise is shocking news for all of us to absorb. Not only was he a brilliant all-rounder, but also a live-wire on the field. I have fond memories of the time we spent together in Mumbai Indians.
May his soul rest in peace, condolences to his family & friends. pic.twitter.com/QnUTEZBbsD — Sachin Tendulkar (@sachin_rt) May 15, 2022
Horrendous news to wake up to. Utterly devastated. We are all gonna miss you mate.☹️ #RIPRoy
— Jason Gillespie 🌱 (@dizzy259) May 14, 2022
Think of your most loyal, fun, loving friend who would do anything for you. That’s Roy. 💔😞
— Adam Gilchrist (@gilly381) May 15, 2022
Simmo .. This doesn’t feel real .. #RIP ❤️
— Michael Vaughan (@MichaelVaughan) May 14, 2022
Shocking news to wake up to here in India. Rest in peace my dear friend. Such tragic news 💔🥲 pic.twitter.com/pBWEqVO6IY
— VVS Laxman (@VVSLaxman281) May 15, 2022
This is so devastating 😞 Roy was So much fun to be around Our Thoughts are with Symonds family #RIPRoy
— Damien Fleming (@bowlologist) May 14, 2022
Tragic news to hear of Andrew Symonds passing. Condolences to his family, friends and well wishers.
— Anil Kumble (@anilkumble1074) May 15, 2022
এদিকে পুরো ক্রিকেট দুনিয়া অ্যান্ড্রু সাইমন্ডসের এই হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া৷
সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Andrew Symonds, Harbhajan Singh