Mohun Bagan: মোহনবাগানের জয়, জোড়া গোলে নায়ক আনোয়ার! এএফসিতে জিতে শুরু সবুজ-মেরুণ ব্রিগেডের
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by:Rohan roychowdhury
Last Updated:
Mohun Bagan: তিন দিন আগে সম্মানের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরে যাওয়ার পর আজ যুবভারতীতে মোহনবাগানের কাছে ছিল এএফসি কাপের লড়াই। নেপালের মাচিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুণ ব্রিগেড।
মোহনবাগান – ৩
মাচিন্দ্র – ১
কলকাতা: তিন দিন আগে সম্মানের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরে যাওয়ার পর আজ যুবভারতীতে মোহনবাগানের কাছে ছিল এএফসি কাপের লড়াই। নেপালের মাচিন্দ্রা এফসি দলটি হয়তো খুব শক্তিশালী ছিল না, কিন্তু তাদের দুর্বল ভাবার কারণও ছিল না। প্রথম থেকে মোহনবাগান চাপ তৈরি করছিল ঠিক কথা। কিন্তু অসংখ্য গোল মিস করছিল তারা। কামিংস আজ শুরু থেকেই ছিলেন। কিন্তু প্রথম এক মিনিটেই একটি হেড এবং তারপর একটি ডান পায়ের শট গোল করতে পারলেন না অস্ট্রেলিয়ান তারকা।
advertisement
advertisement
৩৮ মিনিট পর্যন্ত মোহনবাগানকে গোলের জন্য অপেক্ষা করতে হল। হুগোর কর্নার থেকে অবশেষে হেড করে গোল করলেন আনোয়ার। সেকেন্ড হাফে দলে বেশ কয়েকটি পরিবর্তন হল মোহনবাগানের। ৫৯ মিনিটে দ্বিতীয় গোল পেল মোহনবাগান। দিমিত্রি মাপা বল দিয়েছিলেন। অফ সাইড ভেবে দাঁড়িয়ে পড়েছিল নেপালের দলটির ডিফেন্স। কামিংস গোলকিপারের বাঁদিক থেকে বল জালে রাখলেন। অবশ্য একটি গোল হজম করল মোহনবাগান। ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমালেন পিয়েরে। কিছুই করার ছিল না বিশালের।
advertisement
সাহালের জায়গায় কিয়ানকে নিয়ে আসা হল শেষ কয়েক মিনিট। ৮৬ মিনিটে তিন নম্বর গোল পেয়ে গেল মোহনবাগান। দিমিত্রির ফ্রিকিক থেকে বক্সের মধ্যে দুরন্ত হেডে গোল করেন এই স্টপার। আজ সবুজ মেরুনের নায়ক আনোয়ার। শুধু দুটো গোল করেছেন বলে নয়, ডিফেন্সও নেতৃত্ব দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন এত বিদেশীদের ভিড়ে তিনি নিজেকে প্রমাণ করতে মরিয়া। হার্টের সমস্যায় একটা সময় তার ফুটবল জীবন শেষ হয়ে যেতে পারত। আজ তিনি সবুজ মেরুনের রক্ষাকর্তা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 9:23 PM IST