East Bengal: সিভেরিওর গোলে পঞ্জাব 'বধ' ইস্টবেঙ্গলের, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডুরান্ডের শেষ আটে লাল-হলুদ ব্রিগেড
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by:Rohan roychowdhury
Last Updated:
Durand Cup 2023, East Bengal FC vs Punjab FC: ডার্বি জয়ের পর বজায় থাকল ইস্টবেঙ্গলের বিজয়রথ। কিশোর ভারতী স্টেডিয়াম বুধবার লাল হলুদ হারিয়ে দিল পাঞ্জাবকে। পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।
কলকাতা: ডার্বি জয়ের পর বজায় থাকল ইস্টবেঙ্গলের বিজয়রথ। কিশোর ভারতী স্টেডিয়াম বুধবার লাল হলুদ হারিয়ে দিল পাঞ্জাবকে। পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। ম্যাচের ১০ মিনিটে ফের ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে পড়েছিল পঞ্জাব। রিকি বলটি ইস্টবেঙ্গল গোলরক্ষক গিলের হাতে না মারলে ফল অন্য হতেই পারত। আক্রমণের বিচারে এগিয়ে রয়েছে পঞ্জাব। দুটো ভালো সুযোগ তৈরি করেছিল তারা। ম্যাচের ২০ মিনিটের মাথায় পঞ্জাব বক্সের সামনে ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল। কাজের কাজ হয়নি।
ম্যাচের ২২ মিনিটে সিভেরিওর গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। প্রথমে ফ্রি-কিক থেকে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। তবে সেই বলটি কর্ণার হয়ে যায়। সেখান থেকেই বোরহা কর্ণার নেন এবং সিভেরিওর হেডে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর আক্রমণের ঝড় তুলেছে ইস্টবেঙ্গল। ম্যাচের ৪০ মিনিটে ফের সুযোগ তৈরি করেছিল সিভেরিও। মহেশের বাড়ানো বল সিভেরিও হেড দেন। সেটি অবশ্য পোস্টে লেগে ফিরে যায়। ম্যাচের ৬৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে উঠে আসে ইস্টবেঙ্গল। দারুণ একটা দৌড় নেন নন্দকুমার। কিন্তু সফল হতে পারেননি তিনি।
advertisement
advertisement
তারপর বোরহাকে তুনে নিল ইস্টবেঙ্গল কোচ। মাঠে নামলেন পাদ্রো। সিভেরিও ও সৌভিককে তুলে নিলেন ইস্টবেঙ্গল কোচ। মাঠে নামলেন ক্লেটন। এদিনের ম্যাচ জিতে নক আউটে উঠল ইস্টবেঙ্গল। তবে আজ ইস্টবেঙ্গল আরো বেশি গোলে জিততে পারত। কিন্তু কোচ বলছেন গোল মিস খেলার অঙ্গ। এমনটা হতেই পারে। দলটা নতুন। আসল হচ্ছে তিন পয়েন্ট। খেলতে খেলতে এই দলটা তৈরি হয়ে যাবে। দীর্ঘদিন পর ইস্টবেঙ্গলকে দেখে আত্মবিশ্বাসী হতে পারেন সমর্থকরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 8:40 PM IST