East Bengal: সিভেরিওর গোলে পঞ্জাব 'বধ' ইস্টবেঙ্গলের, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডুরান্ডের শেষ আটে লাল-হলুদ ব্রিগেড

Last Updated:

Durand Cup 2023, East Bengal FC vs Punjab FC: ডার্বি জয়ের পর বজায় থাকল ইস্টবেঙ্গলের বিজয়রথ। কিশোর ভারতী স্টেডিয়াম বুধবার লাল হলুদ হারিয়ে দিল পাঞ্জাবকে। পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।

কলকাতা: ডার্বি জয়ের পর বজায় থাকল ইস্টবেঙ্গলের বিজয়রথ। কিশোর ভারতী স্টেডিয়াম বুধবার লাল হলুদ হারিয়ে দিল পাঞ্জাবকে। পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। ম্যাচের ১০ মিনিটে ফের ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে পড়েছিল পঞ্জাব। রিকি বলটি ইস্টবেঙ্গল গোলরক্ষক গিলের হাতে না মারলে ফল অন্য হতেই পারত। আক্রমণের বিচারে এগিয়ে রয়েছে পঞ্জাব। দুটো ভালো সুযোগ তৈরি করেছিল তারা। ম্যাচের ২০ মিনিটের মাথায় পঞ্জাব বক্সের সামনে ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল। কাজের কাজ হয়নি।
ম্যাচের ২২ মিনিটে সিভেরিওর গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। প্রথমে ফ্রি-কিক থেকে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। তবে সেই বলটি কর্ণার হয়ে যায়। সেখান থেকেই বোরহা কর্ণার নেন এবং সিভেরিওর হেডে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর আক্রমণের ঝড় তুলেছে ইস্টবেঙ্গল। ম্যাচের ৪০ মিনিটে ফের সুযোগ তৈরি করেছিল সিভেরিও। মহেশের বাড়ানো বল সিভেরিও হেড দেন। সেটি অবশ্য পোস্টে লেগে ফিরে যায়। ম্যাচের ৬৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে উঠে আসে ইস্টবেঙ্গল। দারুণ একটা দৌড় নেন নন্দকুমার। কিন্তু সফল হতে পারেননি তিনি।
advertisement
advertisement
তারপর বোরহাকে তুনে নিল ইস্টবেঙ্গল কোচ। মাঠে নামলেন পাদ্রো। সিভেরিও ও সৌভিককে তুলে নিলেন ইস্টবেঙ্গল কোচ। মাঠে নামলেন ক্লেটন। এদিনের ম্যাচ জিতে নক আউটে উঠল ইস্টবেঙ্গল। তবে আজ ইস্টবেঙ্গল আরো বেশি গোলে জিততে পারত। কিন্তু কোচ বলছেন গোল মিস খেলার অঙ্গ। এমনটা হতেই পারে। দলটা নতুন। আসল হচ্ছে তিন পয়েন্ট। খেলতে খেলতে এই দলটা তৈরি হয়ে যাবে। দীর্ঘদিন পর ইস্টবেঙ্গলকে দেখে আত্মবিশ্বাসী হতে পারেন সমর্থকরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: সিভেরিওর গোলে পঞ্জাব 'বধ' ইস্টবেঙ্গলের, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডুরান্ডের শেষ আটে লাল-হলুদ ব্রিগেড
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement