Mohammed Amir: আইপিএল খেলবেন পাকিস্তানের সেরা ফাস্ট বোলার? কুড়ি কোটি নিয়ে তৈরি ফ্রাঞ্চাইজি
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
আইপিএলে মহম্মদ আমিরের প্রবেশ নিয়ে উত্তেজনা বেড়েছে, এর সঙ্গে জল্পনা রয়েছে যে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ২০ কোটি পর্যন্ত মোটা অঙ্কের অর্থ দিয়ে তাদের দলে যোগ করাতে পারে
লাহোর: ওয়াসিম আক্রম অবসর নেওয়ার পর পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তার থেকে ভাল বাঁহাতি ফাস্ট বোলার আসেনি। স্বয়ং বিরাট কোহলি পর্যন্ত স্বীকার করে নিয়েছিলেন মহম্মদ আমির তার খেলা সবচেয়ে কঠিন বোলার। সেই আমির এবার খেলতে পারেন আইপিএলে। সত্যি হতে পারে এমন সম্ভাবনা। তবে কয়েকটা যদি, কিন্তুর ওপর নির্ভর করছে। পাঁচ বছরের নিষেধাজ্ঞায় মহম্মদ আমিরের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যায়।
মাঠে ফেরার পর তাঁকে দলে বিশেষ কোনও সুযোগ দেওয়া হয়নি। ২০১৯ সালে, মহম্মদ আমিরকে শেষবার ওডিআই এবং টেস্ট ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। তিনি ২০২০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ৩৬টি টেস্ট ম্যাচে তিনি মোট ১১৯টি উইকেট নিয়েছেন। তিনি ৬১টি ওডিআই ম্যাচ খেলেছেন, যার মধ্যে তাঁর দখলে রয়েছে ৮১টি উইকেট। একই সঙ্গে ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ উইকেট নিতে সক্ষম হয়েছেন মহম্মদ আমির।
advertisement
Pakistani cricketer, Mohammed Amir has been applying for British citizenship. Once he is a British citizen, he could play in the cash-rich Indian Premier League (IPL).
Read more here: https://t.co/QCI5KzggJz pic.twitter.com/KOsfEEJMib
— ABP LIVE (@abplive) May 13, 2021
advertisement
মহম্মদ আমির বলেন, ‘প্রথমত, আমি ইংল্যান্ডের হয়ে খেলব না। আমি পাকিস্তানের হয়ে খেলেছি। দ্বিতীয় (আইপিএল সম্পর্কে) এখনও আরও এক বছর বাকি আছে। সে সময় পরিস্থিতি কী হবে সেটা দেখতে হবে? আমিও দেখব। আমি সবসময় বলি, আমি ধাপে ধাপে এগোতে চাই। আমি জানি না আগামীকাল কী হবে এবং আমি কি করে ২০২৪ সালের আইপিএল খেলার কথা ভাবতে শুরু করব। পাকিস্তানের খেলোয়াড়দের এই মুহূর্তে আইপিএলের জন্য নিবন্ধন করার অনুমতি নেই, তবে তারা ব্রিটিশ নাগরিক হয়ে গেলে তাদের জন্য আইপিএলের দরজা খুলে যেতে পারে
advertisement
। তবে সেটা নির্ভর করবে বিসিসিআই কী সিদ্ধান্ত নেয় তার উপর। আইপিএলে মহম্মদ আমিরের প্রবেশ নিয়ে উত্তেজনা বেড়েছে, এর সঙ্গে জল্পনা রয়েছে যে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ২০ কোটি পর্যন্ত মোটা অঙ্কের অর্থ দিয়ে তাদের দলে যোগ করাতে পারে।
আমির হয়তো এখন জীবনের সেরা ছন্দ পিছনে ফেলে এসেছেন। কিন্তু তার জাত মরেনি। তিনি জানিয়েছেন দুমাস ট্রেনিং করলেই ফিট হয়ে যাবেন আইপিএলে বল করার মত। তবে তাকে নেওয়া হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের ওপর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 9:44 AM IST