Lionel Messi Event Arrest Update: হাতে যুবভারতীর সেই ফুল সমেত গাছ, স্ত্রীদের জন্য নিয়ে গিয়েও পুলিশের জালে দুই মেসি ভক্ত!

Last Updated:

মূলত সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও এবং ছবি ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভাঙচুরে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে৷

ফুল গাছ হাতেই পুলিশের জিপে উঠলেন ধৃত দুই মেসি ভক্ত৷
ফুল গাছ হাতেই পুলিশের জিপে উঠলেন ধৃত দুই মেসি ভক্ত৷
মেসিকে দেখার সাধ পূরণ না হওয়ায় সল্টলেক স্টেডিয়াম থেকে স্ত্রীকে দেওয়ার ফুলের টব বাড়ি নিয়ে গিয়েছিলেন৷ সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছিল সেই ভিডিও৷ সল্টলেক স্টেডিয়ামে তাণ্ডব চালানোর অভিযোগে সেই দুই যুবককেই গ্রেফতার করল পুলিশ৷ গ্রেফতারির পর এ দিন সল্টলেক স্টেডিয়াম থেকে নিয়ে যাওয়া সেই ফুলের টব হাতেই পুলিশের জিপে উঠতে দেখা গেল অভিযুক্তদের৷
গত শনিবার লিওনেল মেসির অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পর যুবভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডব শুরু করেন দর্শকদের একাংশ৷ তাঁদের মধ্যে ছিলেন ধৃত এই দুই যুবকও৷ যুবভারতী থেকে ফুলের টব নিয়ে যেতে দেখা যায় তাঁদের৷ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাঁদের বলতে শোনা গিয়েছিল, যেহেতু মেসিকে দেখতে পাননি, তাই স্ত্রীদের উপহার হিসেবে দেওয়ার জন্য যুবভারতী থেকে ফুলের টব নিয়ে ফিরছেন৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
advertisement
মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের গ্রেফতারির পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত অন্যান্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিধাননগর পুলিশ৷ পাশাপাশি স্টেডিয়ামে সেদিন যাঁরা ভাঙচুর করেছিলেন, তাঁদের শনাক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে৷ ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও এবং ছবি ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভাঙচুরে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে৷ এ দিনই নাগেরবাজার এলাকা থেকে স্টেডিয়াম ভাঙচুরের অভিযোগে দু জনকে গ্রেফতার করে পুলিশ৷ পরে আরও তিন জনকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের নাম শুভ্রপ্রতীম দে, গৌরব বসু, বাসুদেব দাস, সঞ্জয় দাস এবং অভিজিৎ দাস৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi Event Arrest Update: হাতে যুবভারতীর সেই ফুল সমেত গাছ, স্ত্রীদের জন্য নিয়ে গিয়েও পুলিশের জালে দুই মেসি ভক্ত!
Next Article
advertisement
MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, আসছে বিল
  • নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের

  • মনরেগা প্রকল্পের নাম বদলে হবে ভিবি-জি রাম জি

  • ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার

VIEW MORE
advertisement
advertisement