Lionel Messi Event Arrest Update: হাতে যুবভারতীর সেই ফুল সমেত গাছ, স্ত্রীদের জন্য নিয়ে গিয়েও পুলিশের জালে দুই মেসি ভক্ত!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
মূলত সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও এবং ছবি ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভাঙচুরে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে৷
মেসিকে দেখার সাধ পূরণ না হওয়ায় সল্টলেক স্টেডিয়াম থেকে স্ত্রীকে দেওয়ার ফুলের টব বাড়ি নিয়ে গিয়েছিলেন৷ সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছিল সেই ভিডিও৷ সল্টলেক স্টেডিয়ামে তাণ্ডব চালানোর অভিযোগে সেই দুই যুবককেই গ্রেফতার করল পুলিশ৷ গ্রেফতারির পর এ দিন সল্টলেক স্টেডিয়াম থেকে নিয়ে যাওয়া সেই ফুলের টব হাতেই পুলিশের জিপে উঠতে দেখা গেল অভিযুক্তদের৷
গত শনিবার লিওনেল মেসির অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পর যুবভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডব শুরু করেন দর্শকদের একাংশ৷ তাঁদের মধ্যে ছিলেন ধৃত এই দুই যুবকও৷ যুবভারতী থেকে ফুলের টব নিয়ে যেতে দেখা যায় তাঁদের৷ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাঁদের বলতে শোনা গিয়েছিল, যেহেতু মেসিকে দেখতে পাননি, তাই স্ত্রীদের উপহার হিসেবে দেওয়ার জন্য যুবভারতী থেকে ফুলের টব নিয়ে ফিরছেন৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
advertisement
মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের গ্রেফতারির পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত অন্যান্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিধাননগর পুলিশ৷ পাশাপাশি স্টেডিয়ামে সেদিন যাঁরা ভাঙচুর করেছিলেন, তাঁদের শনাক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে৷ ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও এবং ছবি ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ভাঙচুরে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে৷ এ দিনই নাগেরবাজার এলাকা থেকে স্টেডিয়াম ভাঙচুরের অভিযোগে দু জনকে গ্রেফতার করে পুলিশ৷ পরে আরও তিন জনকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের নাম শুভ্রপ্রতীম দে, গৌরব বসু, বাসুদেব দাস, সঞ্জয় দাস এবং অভিজিৎ দাস৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 2:58 PM IST










