টানা আট ছক্কা! মেঘালয়ের আকাশ কুমারের ব্যাটে ইতিহাস ফার্স্ট ক্লাস ক্রিকেটে

Last Updated:

টানা আট ছক্কা! মেঘালয়ের আকাশ কুমারের ব্যাটে ইতিহাস ফার্স্ট ক্লাস ক্রিকেটে

রেকর্ড গড়লেন আকাশ
রেকর্ড গড়লেন আকাশ
সুরাত: মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধুরী ফার্স্ট ক্লাস ক্রিকেটে ইতিহাস গড়লেন। ৯ নভেম্বর, রবিবার রঞ্জি ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ব্যাট করতে নেমে সবথেকে দ্রুত অর্ধশতরান করে ইতিহাস করেন তিনি।
আকাশই ব্যাটার হিসাবে তৃতীয় ক্রিকেটার যিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে আট বলে আট’ টি ছক্কা হাঁকান। গুজরাতের সুরাতে মেঘালয়ের প্লেট গ্রুপের দ্বিতীয় দিনে অরুণাচলের বিরুদ্ধে নেমে এই অনবদ্য কীর্তি করেন আকাশ। অরুণাচল প্রদেশের বাঁ হাতি অফ স্পিনার লিমার দাবির বলে ১২৬তম ওভারে ছয় বলে ছ’টি ছক্কা হাঁকান তিনি। এরপরের এরফলে তিনি রবি শাস্ত্রী, গ্যারি সোবার্স, এবং দক্ষিণ আফ্রিকার মাইক প্রোক্টরের সঙ্গে একই এলিট তালিকায় চলে এলেন।
advertisement
আরও পড়ুন: ছেলে থেকে মেয়ে হওয়া ক্রিকেটার এবার আইপিএলে! নিলামের আগে বড় চমক
আট নম্বরে নেমে প্রথমে কোনও রান নেননি এবং এরপরে দুই রান নেন। এরপরেই আট বলে একের পর এক ছয় মারেন তিনি। এরফলেই তিনি ইতিহাসে নিজের নাম দাখিল করে নেন।
advertisement
আরও পড়ুন: ২ তারকা বাদ! কারা পাচ্ছে সুযোগ? প্রথম টেস্টে ভারতের একাদশে বড় চমক! দেখে নিন
মাত্র ১১ বলে ৫০ রান করে লিয়েশটশায়ারের ওয়েন নাইট ১২ বলে ৫০ করে ১৩ বছর আগে রেকর্ড করেন। এছাড়াও এর আগে সাইলনে ক্লাইভ ইমান ১৩ বলে ৫০ রান করেন।
advertisement
মেঘালয় ৬ উইকেটে ৬২৮ রান করে ডিক্লেয়ার করে। অর্পিত বাটেওয়ারা দ্বিশতরান করেন, অজয় দুহান এবং আকাশ অর্ধশতরান করেন।
অন্যদিকে, ব্যাট করতে নেমে অরুণাচল প্রদেশ ৭৩ রানেই গুটিয়ে যায়। আরিয়ান বোরা চারটি উইকেট তুলে নেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টানা আট ছক্কা! মেঘালয়ের আকাশ কুমারের ব্যাটে ইতিহাস ফার্স্ট ক্লাস ক্রিকেটে
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement