বাবা গরু বেচে ছেলেকে হকি কিট কিনে দেন, সেই কিংবদন্তির জন্যই ভারতের আজ জয়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
PR Sreejesh- প্যারিস অলিম্পিক্সে ব্রিটেনের বিরুদ্ধে ম্য়াচে আবার নায়ক ভারতীয় গোলকিপার পিআর শ্রীজেশ। ব্রিটেন একটি শট বাইরে মারে ও একটি শট সেভ করেন শ্রীজেশ। ভারতীয় দল পরপর ৪টি গোল করে জয় নিশ্চিত করে।
প্যারিস: প্যারিস অলিম্পিক্সের হকির কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় পেয়েছে ভারত। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেচে ভারতীয় হকি দল।
ব্রিটেনের বিরুদ্ধে ৩৮ মিনিট ভারত ১০ জন নিয়ে যে লড়াই করল তা স্মরণীয় হয়ে থাকবে অলিম্পিক্সের ইতিহাসে। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত ও গ্রেট ব্রিটেনের গোল করেন মর্টন লি। শেষ ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে।
আরও পড়ুন- ক্রিকেটের ইমরান হাসমি ইনি! ভারতীয় ক্রিকেটার, এক চুমুতেই সুপার ভাইরাল
এই ম্য়াচে আবার নায়ক ভারতীয় গোলকিপার শ্রীজেশ। ব্রিটেন একটি শট বাইরে মারে ও একটি শট সেভ করেন শ্রীজেশ। ভারতীয় দল পরপর ৪টি গোল করে জয় নিশ্চিত করে।
advertisement
advertisement
ভারতীয় হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছেন। প্যারিস অলিম্পিক্সই তাঁর কেরিয়ারের শেষ অলিম্পিক্স, একথা পিআর শ্রীজেশ আগেই জানিয়ে দিয়েছিলেন।
কয়েকদিন আগে শ্রীজেশ বলেছিলেন, আমি এই প্রজন্মের ধনরাজ পিল্লাই। একটা সময় গোটা টিম ধনরাজের জন্য মেডেল জিততে চেয়েছিল। আজ আমি কেরিয়ারের যে জায়গায় দাঁড়িয়ে আছি, গোটা দলের কাছে আমিই যেন ধনরাজ পিল্লাই। চতুর্থ প্রজন্মের সঙ্গে খেলছি।
advertisement
—- Polls module would be displayed here —-
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। সেই দলের জয়ের সবচেয়ে বড় ভূমিকা ছিল পিআর শ্রীজেশের। তবে এবার দল আর সোনার পদক ছাড়া কিছুই ভাবছে না।
২০১৪ এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় হকি দলে ছিলেন শ্রীজেশ। ২০১৮ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৯ এফআইএইচ মেনস সিরিজ ফাইনালে সোনা জয়, ২০২২ কমনওয়েলথে ব্রোঞ্জ জয়। শ্রীজেশের কেরিয়ার সোনায় মোড়া।
advertisement
আরও পড়ুন- লড়েও হার দীপিকা কুমারী, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতীয় তিরন্দাজের
কেরলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। একটা সময় তাঁর বাবা বাড়ির গরু বেচে তাঁকে হকি কিট কিনে দিয়েছিলেন। তার পরই জেদ চেপে যায় শ্রীজেশের। বাবার এই আত্মত্যাগ তিনি বিফলে যেতে দেননি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 4:53 PM IST