ক্রিকেটের ইমরান হাসমি ইনি! ভারতীয় ক্রিকেটার, এক চুমুতেই সুপার ভাইরাল

Last Updated:

Harshit Rana: এবারের আইপিএলে মায়াঙ্ক আগরওয়ালকে এক ম্যাচে আউট করার পর ফ্লাইং কিস দেন হর্ষিত রানা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এখন সে প্রসঙ্গ উঠলে হর্ষিত লজ্জা পান।

কলকাতা:  কেউ তাঁকে বলছেন কেকেআরের ব্যাকবোন। আবার কেউ তাঁকে ভারতীয় ক্রিকেটে জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামির উত্তরসূরি বলছেন।
কেকেআরের তারকা বোলার হর্ষিত রানা অবশ্য আরেকটা তকমা পেয়ে লজ্জায় লাল হচ্ছেন। ২০২৩ আইপিএলে মাঠে তাঁর ফ্লাইং কিস দেওয়ার ছবি, ভিডিও ভাইরাল হয়েছিল। তার পর থেকে তাঁকে অনেকে বলছেন, ক্রিকেটের ইমরান হাসমি।
আরও পড়ুন- ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?
হর্ষিত রানা এখন ভারতীয় ক্রিকেটে চেনা নাম। তিনি এখন ভারতীয় দলের সঙ্গে  রয়েছেন শ্রীলঙ্কায়। ভারতের ওডিআই টিমে জায়গা করে নিয়েছেন তিনি। যদিও এখনও দেশের জার্সি গায়ে অভিষেক হয়নি তাঁর।
advertisement
advertisement
২২ বছর বয়সী হর্ষিত রানা ভারতীয় ক্রিকেটের সম্ভাবনাময় বোলার। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও অনেকেই বলছেন, আইপিএলে খেলা এক ব্যাপার, আর দেশের জার্সিতে পারফর্ম করা আলাদা। তবে হর্ষিত যে কোনও মঞ্চেই পারফর্ম করার ব্যাপারে আত্মবিশ্বাসী।
—- Polls module would be displayed here —-
সম্প্রতি শুভঙ্কর মিশ্রার ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে এসেছিলেন কেকেআর তারকা হর্ষিত রানা। তখনই তাঁকে আইপিএলের উড়ন্ত চুমু নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক।
advertisement
আরও পড়ুন- কান্নাভেজা চোখে , ইতিহাস গড়ে, শ্যুটিংয়ে চতুর্থ হয়ে কী বললেন মনু?
তিনি জানতে চান, ‘আচ্ছা অনেকেই হর্ষিত রানার গার্লফ্রেন্ড আছে কিনা জানতে চাইছেন।’ উত্তরে হর্ষিত বলেন, ‘না স্যর আপাতত নেই।’ এর পর সঞ্চালক তাঁকে বলেন, আপনার তো গার্লফ্রেন্ড থাকতে হত। তা হলে সেই ফ্লাইং কিংস গার্লফ্রেন্ডের কাছে যেত! এ কথা শুনে হাসতে শুরু করেন হর্ষিত।
advertisement
উল্লেখ্য, এবারের আইপিএলে মায়াঙ্ক আগরওয়ালকে এক ম্যাচে আউট করার পর ফ্লাইং কিস দেন হর্ষিত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এখন সে প্রসঙ্গ উঠলে হর্ষিত লজ্জা পান। তিনি জানান, ব্যাপারটা মাঠে ঘটেছিল নেহাতই মজার ছলে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটের ইমরান হাসমি ইনি! ভারতীয় ক্রিকেটার, এক চুমুতেই সুপার ভাইরাল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement