ক্রিকেটের ইমরান হাসমি ইনি! ভারতীয় ক্রিকেটার, এক চুমুতেই সুপার ভাইরাল

Last Updated:

Harshit Rana: এবারের আইপিএলে মায়াঙ্ক আগরওয়ালকে এক ম্যাচে আউট করার পর ফ্লাইং কিস দেন হর্ষিত রানা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এখন সে প্রসঙ্গ উঠলে হর্ষিত লজ্জা পান।

কলকাতা:  কেউ তাঁকে বলছেন কেকেআরের ব্যাকবোন। আবার কেউ তাঁকে ভারতীয় ক্রিকেটে জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামির উত্তরসূরি বলছেন।
কেকেআরের তারকা বোলার হর্ষিত রানা অবশ্য আরেকটা তকমা পেয়ে লজ্জায় লাল হচ্ছেন। ২০২৩ আইপিএলে মাঠে তাঁর ফ্লাইং কিস দেওয়ার ছবি, ভিডিও ভাইরাল হয়েছিল। তার পর থেকে তাঁকে অনেকে বলছেন, ক্রিকেটের ইমরান হাসমি।
আরও পড়ুন- ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?
হর্ষিত রানা এখন ভারতীয় ক্রিকেটে চেনা নাম। তিনি এখন ভারতীয় দলের সঙ্গে  রয়েছেন শ্রীলঙ্কায়। ভারতের ওডিআই টিমে জায়গা করে নিয়েছেন তিনি। যদিও এখনও দেশের জার্সি গায়ে অভিষেক হয়নি তাঁর।
advertisement
advertisement
২২ বছর বয়সী হর্ষিত রানা ভারতীয় ক্রিকেটের সম্ভাবনাময় বোলার। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও অনেকেই বলছেন, আইপিএলে খেলা এক ব্যাপার, আর দেশের জার্সিতে পারফর্ম করা আলাদা। তবে হর্ষিত যে কোনও মঞ্চেই পারফর্ম করার ব্যাপারে আত্মবিশ্বাসী।
—- Polls module would be displayed here —-
সম্প্রতি শুভঙ্কর মিশ্রার ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে এসেছিলেন কেকেআর তারকা হর্ষিত রানা। তখনই তাঁকে আইপিএলের উড়ন্ত চুমু নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক।
advertisement
আরও পড়ুন- কান্নাভেজা চোখে , ইতিহাস গড়ে, শ্যুটিংয়ে চতুর্থ হয়ে কী বললেন মনু?
তিনি জানতে চান, ‘আচ্ছা অনেকেই হর্ষিত রানার গার্লফ্রেন্ড আছে কিনা জানতে চাইছেন।’ উত্তরে হর্ষিত বলেন, ‘না স্যর আপাতত নেই।’ এর পর সঞ্চালক তাঁকে বলেন, আপনার তো গার্লফ্রেন্ড থাকতে হত। তা হলে সেই ফ্লাইং কিংস গার্লফ্রেন্ডের কাছে যেত! এ কথা শুনে হাসতে শুরু করেন হর্ষিত।
advertisement
উল্লেখ্য, এবারের আইপিএলে মায়াঙ্ক আগরওয়ালকে এক ম্যাচে আউট করার পর ফ্লাইং কিস দেন হর্ষিত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এখন সে প্রসঙ্গ উঠলে হর্ষিত লজ্জা পান। তিনি জানান, ব্যাপারটা মাঠে ঘটেছিল নেহাতই মজার ছলে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটের ইমরান হাসমি ইনি! ভারতীয় ক্রিকেটার, এক চুমুতেই সুপার ভাইরাল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement