Pakistan cricket: মনোবিদ নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান! এতেই নাকি কেল্লাফতে করবেন বাবররা

Last Updated:

মকবুল বাবরি সঙ্গে থাকলে পাকিস্তানি ক্রিকেটারদের মানসিক চাপ সামলানোর ব্যাপারটা অনেকটাই কমে যাবে

মনোবিদ নিয়েই ভারতে আসছে বাবররা
মনোবিদ নিয়েই ভারতে আসছে বাবররা
লাহোর: শেষবার যখন ভারত সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল তখন সেই দলে ছিলেন না বাবর আজম। ছিলেন না রিজওয়ান অথবা শাহীন আফ্রিদিরা। কিন্তু তখন পাকিস্তান দলের সঙ্গে ভারতে এসেছিলেন ডক্টর মকবুল বাবরি। এই বিখ্যাত স্পোর্টস সাইকোলজিস্ট ( ক্রীড়া মনোবিদ ) পাকিস্তানে পরিচিত নাম। ইংল্যান্ডে কাজ করেছেন। পাকিস্তান বোর্ডের বর্তমান চেয়ারম্যান জাকা আশরাফ মনে করেন ভারতের মাটিতে সবসময় পাকিস্তানের ওপর একটা অচেনা চাপ থাকে।
সেটা সামলানো সহজ নয় অনভিজ্ঞ ক্রিকেটারদের পক্ষে। একে প্রতিদ্বন্দ্বী দেশের মাটিতে বিশ্বকাপ, পাকিস্তান বিরোধী স্লোগান ভারতের মাঠে উঠবেই এমনটা ধরে নেওয়া যায়। তাই পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মনে করেন এই চাপ সামলাতে যাতে তাদের ক্রিকেটারদের অসুবিধে না হয় সেই কারণেই মকবুল বাবরির দলের সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
২০১২ -১৩ সালে এর সুফল পাওয়া গিয়েছিল। ভারতে এসে একদিনের সিরিজ চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তবে এমন গ্যারান্টি নেই এই মনোবিদ এলেই আবার সফল হবে পাকিস্তান। কিন্তু পাক বোর্ডের চেয়ারম্যান তাকে দলের সঙ্গে পাঠাতে উদ্যোগী। বলা হয় মকবুল বাবরি নাকি ক্রিকেটারদের পরিস্থিতি এবং চাপ সামলানোর ক্ষমতাকে জলের মতো সহজ করে দিতে পারেন।
advertisement
অতীতে ইমরান খান থেকে শুরু করে মিয়াঁদাদ, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ফলে পাকিস্তান ক্রিকেটের ইতিহাস সম্পর্কে জ্ঞান আছে তার। ফলে এমন একজন অভিজ্ঞ মানুষকে দলের সঙ্গে পাঠালে তাতে সুবিধা হবে পাকিস্তানের ক্রিকেটারদের। কারণ এবার যে পাকিস্তান দল ভারতে আসছে তাদের একজন ক্রিকেটারও এর আগে ভারতে আসেনি।
advertisement
ফলে এমনিতেই মানসিক চাপে থাকবে তারা। পাকিস্তান বোর্ড মনে করে এই সুবিধাটাই কাজে লাগাতে চাইবে ভারত। কিন্তু মকবুল বাবরি সঙ্গে থাকলে পাকিস্তানি ক্রিকেটারদের মানসিক চাপ সামলানোর ব্যাপারটা অনেকটাই কমে যাবে।
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan cricket: মনোবিদ নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান! এতেই নাকি কেল্লাফতে করবেন বাবররা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement