Viswakarma Puja 2025: দুর্গাপুজোর ডেট এগোয়-পিছোয়, কিন্তু বিশ্বকর্মা পুজো ১৭ সেপ্টেম্বরই হয়! কেন, কোন নিয়মে? অবাক করা তথ্য

Last Updated:
বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এই পূজার মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা। যাকে দেব শিল্পী বলা হয়।
1/9
আগামিকাল, ১৭ সেপ্টেম্বর, বুধবার বিশ্বকর্মা পুজো৷ প্রযুক্তির দেবতা বিশ্বকর্মা৷ প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। মূলত কল কারখানা ও যন্ত্র নির্ভর কাজের জায়গায় বিশ্বকর্মার আরাধনা করা হয়৷ এই দিনে শ্রমিকরা কাজ করেন না, বিশ্বকর্মার বন্দনায় ব্যস্ত থাকেন৷ এই দিনে কারখানার সমস্ত মেশিন ও যন্ত্রাংশের পুজো করা হয়।
আগামিকাল, ১৭ সেপ্টেম্বর, বুধবার বিশ্বকর্মা পুজো৷ প্রযুক্তির দেবতা বিশ্বকর্মা৷ প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। মূলত কল কারখানা ও যন্ত্র নির্ভর কাজের জায়গায় বিশ্বকর্মার আরাধনা করা হয়৷ এই দিনে শ্রমিকরা কাজ করেন না, বিশ্বকর্মার বন্দনায় ব্যস্ত থাকেন৷ এই দিনে কারখানার সমস্ত মেশিন ও যন্ত্রাংশের পুজো করা হয়।
advertisement
2/9
মজার কথা হল বিশ্বকর্মা পুজো প্রতিবছর ১৭ সেপ্টেম্বর হয়৷ দুর্গাপুজো যতই এগিয়ে আসুক বা পিছিয়ে যাক না কেন, বিশ্বকর্মা পুজো সেপ্টেম্বরের ১৭ তারিখই হয়৷
মজার কথা হল বিশ্বকর্মা পুজো প্রতিবছর ১৭ সেপ্টেম্বর হয়৷ দুর্গাপুজো যতই এগিয়ে আসুক বা পিছিয়ে যাক না কেন, বিশ্বকর্মা পুজো সেপ্টেম্বরের ১৭ তারিখই হয়৷
advertisement
3/9
কেন এমন হয়? কোন নিয়মের ভিত্তিতে প্রতি বছর ১৭ তারিখ বিশ্বকর্মা পুজো হয়? রয়েছে অবাক করা তথ্য৷
কেন এমন হয়? কোন নিয়মের ভিত্তিতে প্রতি বছর ১৭ তারিখ বিশ্বকর্মা পুজো হয়? রয়েছে অবাক করা তথ্য৷
advertisement
4/9
দিনটি বিশুদ্ধ সিদ্ধান্তের উপর ভিত্তি করে গণনা করা হয়। পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবসে বিশ্বকর্মা পূজা হয়।
দিনটি বিশুদ্ধ সিদ্ধান্তের উপর ভিত্তি করে গণনা করা হয়। পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবসে বিশ্বকর্মা পূজা হয়।
advertisement
5/9
বিশ্বকর্মার পুজোর দিন ভাদ্র সংক্রান্তি অর্থাত্‍ ভাদ্র মাসের শেষ তারিখ। বিশ্বকর্মা পুজোর যে তারিখটি বাংলা পঞ্জিকা মতে বেরোয়, তা ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরেই পড়ে।
বিশ্বকর্মার পুজোর দিন ভাদ্র সংক্রান্তি অর্থাত্‍ ভাদ্র মাসের শেষ তারিখ। বিশ্বকর্মা পুজোর যে তারিখটি বাংলা পঞ্জিকা মতে বেরোয়, তা ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরেই পড়ে।
advertisement
6/9
বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। যখন সূর্য সিংহ থেকে কন্যা রাশিতে গমন করে, তখন উত্তরায়ণের সময় আসে।
বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। যখন সূর্য সিংহ থেকে কন্যা রাশিতে গমন করে, তখন উত্তরায়ণের সময় আসে।
advertisement
7/9
বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তিতে পড়ে। এই দিনটি সৌর বর্ষপঞ্জি এবং ভাদ্র মাসের শেষ দিন। এই ভাদ্র সংক্রান্তির আগেই বাংলা পঞ্জিকায় ৫ মাসের উল্লেখ মেলে, যার দিন সংখ্যা ১৫৬ দিন। তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখ ইংরাজি ক্যালেন্ডারে ১৭ সেপ্টেম্বর পড়ে।
বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তিতে পড়ে। এই দিনটি সৌর বর্ষপঞ্জি এবং ভাদ্র মাসের শেষ দিন। এই ভাদ্র সংক্রান্তির আগেই বাংলা পঞ্জিকায় ৫ মাসের উল্লেখ মেলে, যার দিন সংখ্যা ১৫৬ দিন। তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখ ইংরাজি ক্যালেন্ডারে ১৭ সেপ্টেম্বর পড়ে।
advertisement
8/9
৫ মাসের মধ্যে যদি কোনও মাস ২৯ বা ৩২ দিন থাকে, সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ এগিয়ে বা পিছিয়ে যায়। যেমনটা হয়েছিল ২০২৩-এ।
৫ মাসের মধ্যে যদি কোনও মাস ২৯ বা ৩২ দিন থাকে, সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ এগিয়ে বা পিছিয়ে যায়। যেমনটা হয়েছিল ২০২৩-এ।
advertisement
9/9
বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এই পূজার মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা। যাকে দেব শিল্পী বলা হয়।
বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এই পূজার মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা। যাকে দেব শিল্পী বলা হয়।
advertisement
advertisement
advertisement