Major Dhyan Chand Khel Ratna Award: বিতর্ক দূরে সরিয়ে খেলরত্ন পাচ্ছেন মনু ভাকের, তালিকায় আরও ৩ জন

Last Updated:

Major Dhyan Chand Khel Ratna Award: এবার ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’ প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রক। মোট চার পাচ্ছে এবার ক্রীড়া ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান।

News18
News18
এবার ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’ প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রক। মোট চার পাচ্ছে এবার ক্রীড়া ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান। তালিকায় চমক দিয়ে নাম রয়েছে প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শুটার মনু ভাকেরের। এছাড়া বাকি ৩ জন যারা খেলরত্ন পাচ্ছেন তারা হলেন হরমনপ্রীত সিং, ডি গুকেশ ও প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার।
ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে কোনও অলিম্পিক্সে জোড়া পদক জেতেন মনু ভাকের। কিন্তু তারপরও খেলরত্নের মনোনয়নে তাঁর নাম না থাকায় তৈরি হয়েছিল বিতর্ক। ক্ষোভ উগরে দিয়েছিলেন মনুর বাবা। হতাশ হয়েছিলেন মনু ভাকেরও। তবে বিতর্কের পর শেষ মুহূর্তে মনুর নাম তালিকায় যোগ হতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। অবশেষে সেটাই সত্যি হল। খুশি তারকা শুটার ও তাঁর পরিবার।
advertisement
এছাড়া দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে এই কৃতিত্ব অর্জু করেন তিনি। তারও নাম রয়েছে খেলরত্নের তালিকায়। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারত অলিম্পিক হকিতে ব্রোঞ্জ পদক জয় করেছে। তিনি টোকিও অলিম্পিকেও পদক জয়ী দলের সদস্য ছিলেন। হরমনপ্রীতও পাচ্ছেন খেলরত্ন। প্যারিস প্যারালিম্পিক্সে হাই জাম্পে সোনা জেতেন প্রবীণ কুমার। তিনিও রয়েছেন তালিকা।
advertisement
advertisement
advertisement
শুধু খেলরত্ন নয়, ৩২ জন ক্রীড়াবিদকে এবার কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রকের তরফে ‘অর্জুন পুরস্কার’ দেওয়া হবে। এছাড়াও তিনজন কোচ পাচ্ছেন দ্রোণাচার্য পুরস্কার, যারা প্যারা শুটিং কোচ সুভাষ রানা, শুটিং কোচ দীপালি দেশপাণ্ডে এবং হকি কোচ সন্দীপ সাঙ্গুয়ান। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন আর্মান্দো কোলাসো ও এস মুরলিধরণ। পুরস্কার প্রাপকদের ১৭ জানুয়ারি, ২০২৫ সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি  সম্মানিত করবেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Major Dhyan Chand Khel Ratna Award: বিতর্ক দূরে সরিয়ে খেলরত্ন পাচ্ছেন মনু ভাকের, তালিকায় আরও ৩ জন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement