Malda News: সংসার, সন্তান সামলে ১৪ বছর বাদে ফের মাঠে ফিরেই কামাল, জাতীয় স্তরের খেলায় ৫ পদক জয়

Last Updated:

ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ঝুঁকি, বিয়ের পর সুযোগ হয়নি, প্রাপ্তবয়স্কদের অ্যাথলেটিকসের সুযোগ করে নিয়েছেন, পরপর একাধিক সাফল্য মিলছে

+
পদক

পদক হাতে গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ

মালদহ: ১৪ বছর পর মাঠে ফিরে বাজিমাত গৃহবধূর। জাতীয় স্তরের প্রাপ্তবয়স্কদের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পাঁচটি পদক জিতে মালদহের নাম উজ্জ্বল করলেন গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ। গোয়ায় আয়োজিত প্রাপ্তবয়স্কদের এই প্রতিযোগিতায় গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ মোট পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। পাঁচটিতেই পদক এনেছেন তিনি। একটি ইভেন্টে সোনা, রুপো ও ব্রোঞ্জের পদক জিতেছেন ২টি করে।
তাঁর এমন সাফল্যে খুশি পরিবার সহ জেলার ক্রীড়াপ্রেমী মানুষেরা। পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতা, ৮০০ মিটার দৌড়, দেড় হাজার মিটার দৌড়, ৪০০ মিটার রিলে দৌড় ও ১০০ মিটার রিলে দৌড় এই পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন তিনি।
advertisement
advertisement
জাতীয় স্তরে ভাল খেলার সুবাদে আগামীতে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পেয়েছেন মালদহের এই গৃহবধূ। তাই এখন থেকেই তিনি আবারও শুরু করেছেন অনুশীলন। অধিকাংশ সময় তিনি জেলা পুলিশ লাইন মাঠে অনুশীলন করেন। সুপ্রিয়া দাস ঘোষ বলেন, ‘‘বর্তমানে আমার স্বামী আমার এই খেলাধুলায় সাপোর্ট করেছে। বলে আমি আবার মাঠে ফিরতে পেরেছি। নিয়মিত আমি এখন মাঠে অনুশীলন করছি। আমার এখন লক্ষ্য আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক জেতা।’’
advertisement
মালদহ শহরের বাসিন্দা সুপ্রিয়া দাস ঘোষ। তাঁর স্বামী রাজু ঘোষ একজন পুলিশ কর্মী। পরিবারে রয়েছে দুই সন্তান। এখন দুই সন্তান যথেষ্ট বড় হয়েছে। তাই কিছুটা সময় নিজের জন্য বার করেছেন সুপ্রিয়া দাস ঘোষ। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ঝুঁকি ছিল। স্কুল স্তরে খেলার সময় একাধিক পদক জিতেছিলেন। এমনকি রাজ্যস্তারাও খেলার সুযোগ পেয়েছিলেন সুপ্রিয়া দাস ঘোষ। কিন্তু জাতীয় স্তরে খেলার সুযোগ হয়নি। তারপর বিয়ে হয়ে যায়। বিয়ের প্রায় ১৪ বছর পর আবার তিনি মাঠে ফিরেছেন। সংসারের সমস্ত কাজ সামলে নিয়মিত বিকেল বেলা অনুশীলনে আসেন জেলা পুলিশ লাইন মাঠে। প্রায় চার থেকে পাঁচ মাস ধরে অনুশীলন করছেন। আর তাতেই বাজিমাত জাতীয় স্তরের প্রতিযোগিতায় নেমে পাঁচটি পদক জিতলেন সুপ্রিয়া। এখন তাঁর লক্ষ্য ইন্টারন্যাশনাল গেমে অংশগ্রহণ করা। সেখান থেকেও স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করার লক্ষ্যে এগোচ্ছেন তিনি।
advertisement
Harshit Singha
বাংলা খবর/ খবর/খেলা/
Malda News: সংসার, সন্তান সামলে ১৪ বছর বাদে ফের মাঠে ফিরেই কামাল, জাতীয় স্তরের খেলায় ৫ পদক জয়
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement