Home /News /sports /
শেখেদের রাজত্বে ‘থালা’- ধোনির দাপট, মুগ্ধ টুইটারে প্রশংসার ঝড়

শেখেদের রাজত্বে ‘থালা’- ধোনির দাপট, মুগ্ধ টুইটারে প্রশংসার ঝড়

Photo Courtesy - Twitter

Photo Courtesy - Twitter

 • Share this:

  #দুবাই : ২০০৯ সালে DRS বা ডিশিসন রিভিউ সিস্টেম এসেছে ক্রিকেটে ৷ প্রাথমিকভাবে দীর্ঘদিন বিসিসিআই এই সিস্টেমের বিরোধিতা করেছিল ৷ আর এর তীব্র বিরোধী ছিলেন সেই সময়ের ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷

  আসলে ধোনি জানতেন মাঠে উপস্থিত আম্পায়ররা যেটা দেখতে পান না সেটা তিনি অবলীলায় দেখতে পান ৷ তাই DRS চালু হলে বিপক্ষ তাঁর কাছে নাকানিচোবানি খাবে তাই কি এটার বিরোধী ছিলেন তিনি! কারণ যেভাবে তিনি DRS নিলেই সেই সিদ্ধান্ত তাঁর দলের পক্ষে যায় তা আর কারোর জানতে বাকি নেই ৷

  রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফের একবার ধোনির কথায় যখন রোহিত শর্মা চোখ বুঁজে DRS নিতে দ্বিধা করেননি ৷ পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হককে বল করেছিলেন যজুবেন্দ্র চাহাল আর ফিল্ড আম্পায়র     রুচিরা পালিয়াগুর্গে তাঁকে এলবিডাব্লু-র আবাদনে সাড়া দেননি ৷ ধোনি অধিনায়ক রোহিতকে বলেন DRS-র সাহায্য নিতে ৷ আর ফের সেই কামাল ৷ আউট হন পাক ওপেনার ৷ এটিই ভারত বনাম পাকিস্তান সুপার ফোর ম্যাচের প্রথম ব্রেক থ্রু ৷

  আরও পড়ুন - ATK -র ব্রাজিলিয়ান বিদেশি কথা বলছেন ঝরেঝরে বাঙলায়, দেখে নিন অবাক করা ভিডিও

  এরপরেই টুইটারে ধোনি উন্মাদনার জোয়ার ৷ ভারতের ফ্যান হক বা পাকিস্তানের সমর্থক সকলেই ব্যবহার করছেন একটা শব্দ - DRS অর্থাৎ ধোনি রিভিউ সিস্টেম ৷

  Capture

  Captureঃ0

   Capture3

  Captureঃ1 Captureঃ2 Captureঃ3 Captureঃ4 Captureঃ5 Captureঃ6 Captureঃ7 Captureঃ8 Captureঃ9

  First published:

  Tags: Asia Cup, Asia Cup 2018, DRS, Mahendra Singh Dhoni, এশিয়া কাপ, এশিয়া কাপ ২০১৮, ডিআরএস, মহেন্দ্র সিং ধোনি

  পরবর্তী খবর