Virat-Anushka Flying Kiss: ম্যাচ জিতেই একে অপরকে ‘ফ্লাইং কিস’ বিরাট-অনুষ্কার, ভিডিও হল ভাইরাল !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
RCB-র জয়ের পর, বিরাট ও অনুষ্কাকে একে অপরের প্রতি ভালবাসা বর্ষণ করতেও দেখা গেল। যা নিঃসন্দেহে ছিল এদিনের সেরা মুহূর্ত। অনুষ্কা এবং বিরাট এদিন দূর থেকেই একে অপরকে ‘ফ্লাইং কিস’ (Flying Kiss) ছুড়ে দেন ৷
লখনউ: আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে এক সঙ্গে তিনটি নজির গড়লেন বিরাট কোহলি। তাঁর দল আরসিবিও আইপিএলে ইতিহাস তৈরি করেছে মঙ্গলবার, ২৭ মে। এদিনের ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মাও ৷ অনুষ্কা আবার প্রমাণ করলেন যে, তিনিই বিরাট কোহলির সবচেয়ে বড় সমর্থক। দলের জয়ের পর, বিরাট ও অনুষ্কাকে একে অপরের প্রতি ভালবাসা বর্ষণ করতেও দেখা গেল। যা নিঃসন্দেহে ছিল এদিনের সেরা মুহূর্ত। অনুষ্কা এবং বিরাট এদিন দূর থেকেই একে অপরকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন ৷
লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে এই ম্যাচে আরসিবি ৬ উইকেটে জয়ী হয়ে আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার ১-এ জায়গা করে নিয়েছে। ২২৮ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে আরসিবি। হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি। কিন্তু ৫৪ রানে আউট হন তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের নজির গড়লেন কোহলি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। মাত্র ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। আইপিএলে এই নিয়ে ৬৩টি অর্ধশতরান হয়ে গেল তাঁর। আর কোনও ক্রিকেটার আইপিএলে এতগুলো অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি।
advertisement
advertisement
Virushka dropped another iconic flying kiss 😭💗😭💗😭 pic.twitter.com/upUyjhDkMn
— sanee (@Maybe_tomorrow0) May 27, 2025
advertisement
চলতি মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন বিরাট কোহলি। একাধিক ভাইরাল ভিডিওতে মঙ্গলবারের ম্যাচে বিরাট-অনুষ্কাকে একে অপরকে ‘ফ্লাইং কিস’ দিতে দেখা গিয়েছে।
Location :
Lucknow,Uttar Pradesh
First Published :
May 28, 2025 10:23 AM IST