Vishal Mega Mart: দেউলিয়া অবস্থা থেকে কয়েক কোটির ব্র্যান্ড ! আর এখন ছেয়ে গিয়েছে জনপ্রিয় মিমও, শুনে নিন বিশাল মেগা মার্টের পিছনে থাকা মানুষটির জীবনের উত্থান-পতনের কাহিনি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
The Man Behind Vishal Mega Mart: বর্তমানে ইন্টারনেটে উপচে পড়ছে যুব সম্প্রদায়ের একটাই স্বপ্নের কথা। একযোগে সকলেই বলছেন, একটাই স্বপ্ন - বিশাল মেগা মার্টের নিরাপত্তা রক্ষী হওয়া। আসলে এই মিম এখন রীতিমতো ট্রেন্ডিংয়ে রয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে উঠেছে হাসির রোল, উড়ে আসছে বাঁকা মন্তব্যও।
advertisement
কিন্তু কোথা থেকে এর সূত্রপাত? গত ১ এপ্রিল আসলে নিরাপত্তা কর্মী নিয়োগের একটি পরীক্ষা নিয়েছিল বিশাল মেগা মার্ট। প্রশ্নপত্রে স্থান পেয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরাজি ও স্থানীয় ভাষা। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকারও দেওয়া হয়েছে। আর যাঁদের শ্যুটিং প্রশিক্ষণ এবং মার্শাল আর্টে দক্ষতা রয়েছে, তাঁদের তো সোনায় সোহাগা! স্থানীয় এলাকা-সহ রাজ্যের প্রায় প্রচুর ছাত্র পরীক্ষায় বসেন। কিন্তু মাত্র সেরা ১ শতাংশই পাশ করতে পেরেছেন পরীক্ষায়। অন্যান্য ক্ষেত্রের কঠিন পরীক্ষাগুলির তুলনায় এই পরীক্ষায় পাশ করা যেন আরও কঠিন! এখান থেকেই মিমের সূত্রপাত। File Photo
advertisement
যাঁর হাত ধরে তৈরি হল এই ব্র্যান্ড: সোশ্যাল মিডিয়ায় এই মিমের জোয়ারে মাঝখান থেকে দুর্ধর্ষ মার্কেটিং হয়ে গেল বিশাল মেগা মার্টের। তা-ও আবার বিনামূল্যে। গ্রাহকদের মধ্যে যেন আচমকাই এর ব্র্যান্ড ভ্যালু অনেকাংশে বেড়ে গিয়েছে। তবে এর পিছনে রয়েছেন এক ব্যবসায়ী। যাঁর অধ্যবসায় এবং দৃঢ় সঙ্কল্প জন্ম দিয়েছে একটি রিটেল ব্র্যান্ডের। এটা আসলে বিশাল মেগা মার্টের প্রতিষ্ঠাতা রামচন্দ্র আগরওয়ালের কাহিনি। মধ্যবিত্ত পরিবারে জন্ম। কিন্তু স্বপ্ন দেখার পথে কোনও কিছু বাধা হয়ে দাঁড়াক, সেটা কখনওই চাননি তিনি। File Photo
advertisement
প্রাথমিক জীবন এবং প্রতিকূলতা: কেরিয়ারের প্রথম দিকে জামাকাপড়ের ব্যবসা করতেন রামচন্দ্র আগরওয়াল। তেমন কোনও ফ্যান্সি ডিগ্রিও ছিল না, আর পিছন থেকে সাহায্য করার মতো কোনও ক্ষমতাও ছিল না তাঁর কাছে। নিজের বুদ্ধি এবং সাহসকে সম্বল করেই স্বপ্নের পথে পা বাড়িয়েছিলেন তিনি। স্থানীয় দোকানে বিক্রি করতেন জামাকাপড়। ফলে বাজারে তাঁর ভালই যোগাযোগ তৈরি হয়েছিল। File Photo
advertisement
আনলেন এক নতুন মডেল: ২০০১ সালে কলকাতায় প্রথম নিজের রিটেল চেন খোলেন তিনি। সেখানে জামাকাপড় এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হত। ভ্যালু রিটেল কনসেপ্ট দেশের মধ্যে প্রথম চালু করেছিলেন তিনি, যেখানে কম দামে ভাল মানের জিনিস দেওয়া হত। দুর্ধর্ষ বৈপ্লবিক মডেল ছিল এটি। প্রবল জনপ্রিয়তা লাভ করে। ব্যবসা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। ভারত জুড়ে বিশাল মেগা মার্টে ১৭০টিরও বেশি স্টোর ছিল বিশাল মেগা মার্টের। File Photo
advertisement
দেউলিয়া অবস্থা: কিন্তু আগরওয়ালের এই উত্থান আচমকাই যেন মুখ থুবড়ে পড়ে। ক্রমবর্ধমান ঋণ এবং খারাপ ম্যানেজমেন্টের কারণে ২০০৮-২০০৯ সাল নাগাদ বিশাল মেগা মার্ট ক্ষতির মুখে পড়েছিল। অবশেষে দেউলিয়া বলে নিজেকে ঘোষণা করেন আগরওয়াল। ২০১১ সালে আসল বিশাল রিটেল টিপিজি এবং শ্রীরাম গ্রুপকে বিক্রি করা হয়। File Photo
advertisement
ভি২ রিটেলের মাধ্যমে প্রত্যাবর্তন: সকলেই হয়তো ভেবে নিয়েছিলেন যে, আগরওয়ালের যাত্রা শেষ। কিন্তু আর একটি রিটেল চেন নিয়ে প্রত্যাবর্তন করে বিশাল। যা V2 Retail Limited নামে পরিচিত। অতীত থেকে নেওয়া শিক্ষাকে এবার কাজে লাগিয়েছেন আগরওয়াল। V2 কিন্তু আজ একটি লিস্টেড সংস্থা। ২০২৫ সালের ২১ মে-র হিসেব বলছে, এর মার্কেট ক্যাপ ৬৫৩০ কোটি টাকা। এভাবেই আরও একবার নিজেকে প্রমাণ করলেন রামচন্দ্র আগরওয়াল। File Photo