Virat Kohli: আইপিএলে এক ম্যাচে তিন কীর্তি ! ‘বিরাট’ মাইলফলক ছুঁলেন কোহলি

Last Updated:
Virat Kohli Record: আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে একই সঙ্গে তিন তিনটে নজির গড়লেন বিরাট কোহলি। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও আইপিএলে ইতিহাস তৈরি করেছে মঙ্গলবার।
1/5
আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে একই সঙ্গে তিন তিনটে নজির গড়লেন বিরাট কোহলি। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও আইপিএলে ইতিহাস তৈরি করেছে মঙ্গলবার। (Photo: AP)
আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে একই সঙ্গে তিন তিনটে নজির গড়লেন বিরাট কোহলি। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও আইপিএলে ইতিহাস তৈরি করেছে মঙ্গলবার। (Photo: AP)
advertisement
2/5
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের নজির গড়লেন কোহলি। লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে মঙ্গলবার রাতে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ২৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আইপিএলে এই নিয়ে ৬৩টি হাফ-সেঞ্চুরি হয়ে গেল তাঁর। আর কোনও ক্রিকেটার আইপিএলে এতগুলো অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। (Photo: AP)
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের নজির গড়লেন কোহলি। লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে মঙ্গলবার রাতে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ২৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আইপিএলে এই নিয়ে ৬৩টি হাফ-সেঞ্চুরি হয়ে গেল তাঁর। আর কোনও ক্রিকেটার আইপিএলে এতগুলো অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। (Photo: AP)
advertisement
3/5
এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬২। মঙ্গলবার তাঁকে টপকে গেলেন কোহলি। (Photo: AP)
এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬২। মঙ্গলবার তাঁকে টপকে গেলেন কোহলি। (Photo: AP)
advertisement
4/5
লখনউয়ের বিরুদ্ধে ৫৪ রান করায় এ বারের আইপিএলে কোহলির মোট রান হল ৬০২। এই নিয়ে পাঁচ বার আইপিএলের এক মরশুমে ৬০০ বা তার বেশি রান করলেন। তিনিই প্রথম ব্যাটসম্যান হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ২০১৩, ২০১৬, ২০২৩ এবং ২০২৪ সালের আইপিএলেও ৬০০র বেশি রান করেছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল। (Photo: AP)
লখনউয়ের বিরুদ্ধে ৫৪ রান করায় এ বারের আইপিএলে কোহলির মোট রান হল ৬০২। এই নিয়ে পাঁচ বার আইপিএলের এক মরশুমে ৬০০ বা তার বেশি রান করলেন। তিনিই প্রথম ব্যাটসম্যান হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ২০১৩, ২০১৬, ২০২৩ এবং ২০২৪ সালের আইপিএলেও ৬০০র বেশি রান করেছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল। (Photo: AP)
advertisement
5/5
মঙ্গলবারের ম্যাচে আরসিবির হয়ে ৯০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে একটি নির্দিষ্ট টি-টোয়েন্টি দলের হয়ে ৯০০০ রান করলেন তিনি। এ দিনের ম্যাচের পর আরসিবির জার্সি গায়ে কোহলির রান হল ৯০০৪। তার মধ্যে শুধু আইপিএলেই ৪২৪টি ম্যাচ খেলে করেছেন ৮৫৭৯ রান। (Photo: AP)
মঙ্গলবারের ম্যাচে আরসিবির হয়ে ৯০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে একটি নির্দিষ্ট টি-টোয়েন্টি দলের হয়ে ৯০০০ রান করলেন তিনি। এ দিনের ম্যাচের পর আরসিবির জার্সি গায়ে কোহলির রান হল ৯০০৪। তার মধ্যে শুধু আইপিএলেই ৪২৪টি ম্যাচ খেলে করেছেন ৮৫৭৯ রান। (Photo: AP)
advertisement
advertisement
advertisement