খুদের বোলিংয়ে মুগ্ধ! Sachin Tendulkar Video শেয়ার করতেই তা Viral

Last Updated:

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ক্রিকেটের (Cricket) এক দারুণ ভিডিও শেয়ার করেছেন, তা হয়ে গেছে ভাইরাল ভিডিও (Viral Video)৷

Little boy impresses Sachin Tendulkar, Bret Lee with accurate spin bowling- Photo-File
Little boy impresses Sachin Tendulkar, Bret Lee with accurate spin bowling- Photo-File
#মুম্বই: প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার  সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) একটি ভিডিও শেয়ার করেছেন৷ নিজের সবকটি সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিও (Viral Video) শেয়ার করেছেন সচিন৷ তেন্ডুলকর জানিয়েছেন ভিডিওটি তিনি নিজের এক বন্ধুর থেকে পেয়েছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি বালক কী দারুণভাবে নিয়ন্ত্রণ রেখে স্পিন বোলিং করছে৷ ভিডিওটি নিজের এক বন্ধুর থেকে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি৷
সচিন (Sachin Tendulkar) লিখেছেন , Received this video from a friend…
It's brilliant. The love and passion this little boy has for the game is evident.’’- অর্থাৎ এক বন্ধুর থেকে পেয়েছি ভিডিও, এটা ব্রিলিয়ান্ট, ছেলেটির খেলার জন্য ভালোবাসা ও প্যাশন একেবার পরিষ্কার দেখা যায়৷ নিজের পোস্ট করা ভিডিও-র ট্যাগলাইনে এটি লিখেছেন মাস্টারব্লাস্টার৷
advertisement
advertisement
advertisement
এই ভিডিওটি (Viral Video) দেখলেই বোঝা যাবে কেন সচিন তেন্ডুলকর এই ভিডিওটি শেয়ার করেছেন৷ বাচ্চাটি পারফেক্ট ফ্লাইট ও স্পিন করতে পারছেন৷ এমনকি কংক্রিটের রাস্তাতেও সেটা সম্ভব হচ্ছে৷ বড় ছেলেদের চোখে চোখ রেখে বোলিং করছে শিশুটি৷ ব্রেট লি সচিনের এই ভিডিওতে লিখেছেন, শিশুটি খেলতে পারে, তিনি লিখেছেন “The kid can play.”
advertisement
এছাড়াও রশিদ খান, রণবীর সিংয়ের মতো হেভিওয়েটরাও সচিনের পোস্ট করা এই ভিডিওতে থাকা শিশুটির বোলিং স্কিলের ভূয়সী প্রশংসা করেছেন৷
advertisement
রণবীর সিং সম্প্রতি ’83 বলে ছবিতে অভিনয় করেছেন৷ ফলে নিজে হাতে করে ছোটবেলার বোলিং স্কিল তাঁকেও ঝালাতে হয়েছে কারণ তিনি কপিলদেবের চরিত্রে৷
সচিনের শেয়ার করা ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে এই শিশুটি আর পাঁচজনের থেকে কতটা আলাদা, সে যতবারই উইকেট পাচ্ছে ততবারই অদ্ভুত আনন্দে মেতে উঠছে তাও দেখা যাচ্ছে ভিডিওতে৷
advertisement
ভারতের মাটিতে এমনিতেই স্পিনারদের জন্য দারুণ৷ বিভিন্ন সময় ধরেই সেই স্পিন বোলিংয়ের স্কিল দাপট দেখিয়েছে আন্তর্জাতিক মঞ্চে৷ সচিনের এই ভিডিও শেয়ার করার মাধ্যমে বার্তা একটাই যে এই কচি স্পিনার যদি সঠিক গাইডেন্স পায় তাহলে নিশ্চিতভাবে আগামীদিনে স্পিনিং সেনসেশন হয়ে উঠতে পারবে৷
সচিন তেন্ডুলকর এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল  (Viral Video) হয়েছে৷ ভিডিওগুলির ভিউ কয়েক কোটি ছাড়িয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
খুদের বোলিংয়ে মুগ্ধ! Sachin Tendulkar Video শেয়ার করতেই তা Viral
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement