IPL 2021Final: স্বামীর দল জিততেই দৌড়ে এসে স্বামী Dhoni-র বুকে ঝাঁপিয়ে পড়লেন সাক্ষী, Viral Video

Last Updated:

স্বাভাবিক ভাবেই আইপিএল ২০২১ ফাইনালের (IPL 2021 Final) পর তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

ipl 2021 final: MS Dhoni wife sakshi and daughter ziva hugs him on field, Viral Video
ipl 2021 final: MS Dhoni wife sakshi and daughter ziva hugs him on field, Viral Video
#নয়াদিল্লি : আইপিএল ২০২১(IPL 2021) ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৭ রানে ম্যাচ জিতে চতুর্থবার আইপিএল খেতাব নিজেদের পকেটে পুরলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)৷ কেকেআর বনাম সিএসকে ম্যাচের পর মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী (Sakshi Dhoni) মাঠের মধ্যেই যা করলেন তা কোনও বলিউড সিনেমার চেয়ে কম নয়৷ স্বাভাবিক ভাবেই আইপিএল ২০২১ ফাইনালের (IPL 2021 Final) পর তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
আইপিএল ২০২১ ফাইনালে (IPL 2021 Final) কেকেআর বনাম ম্যাচে  প্রথমে ব্যাট করেমহেন্দ্র সিং ধোনির  (MS Dhoni)  চেন্নাই কেকেআরকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছিল৷ সেই রান তাড়া করতে নেমে নাইটরা ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানই করতে পারে৷ ফলে ২৭ রানে আইপিএল ফাইনাল জিতে যায় ধোনির  (MS Dhoni)  দল৷ গত মরশুমে আইপিএল ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল সিএসকে-র সেখান থেকে এবার চ্যাম্পিয়ন হওয়ায় সকলেই একেবারে মজেছেন মাহি ম্যাজিকে৷ ব্যতিক্রম নন সাক্ষী ধোনিও (Sakshi Dhoni) ৷ তিনি এদিনের ম্যাচ জয়ের পর মাঠে ঢুকে একেবারে স্বামীর বক্ষলগ্না হন৷ অন্যদিকে খুদে জিভাও মাঠেই বাবাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেয়৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও  (Viral Video) ৷  দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷
advertisement
advertisement
অনেক বছর বাদে ফের আইপিএল চ্যাম্পিয়ন ফলে প্রত্যেক খেলোয়াড় ও তাঁদের পরিবারও দারুণ খুশির এই মুহূর্তের আনন্দ ভাগ করে নিচ্ছিল৷ প্রথমে ক্রিকেটাররা আইপিএল ২০২১ ফাইনাল জেতার পর আনন্দে মাতেন আবার কিছুক্ষণের মধ্যেই তাঁরা পরিবার নিয়ে মাঠেই আনন্দে মাতেন৷ মা সাক্ষীর মতো জিভাও তাঁর বাবাকে মাঠেই জড়িয়ে ধরেন৷ সবাই মিলেই মাতেন আনন্দে৷
advertisement
এবারের আইপিএলে বেশিরভাগ ম্যাচেই মাঠে হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ও  মেয়ে জিভা৷ এর আগেও জিভার আবেগের ভিডিও ভাইরাল হয়েছে৷ নতুন এই ভিডিও তে একেবারে নিখাদ আবেগ ছড়িয়ে যাচ্ছে৷
advertisement
দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে জিভা ধোনিকে বাবার দলের সাফল্যের মঙ্গল কামনায় প্রার্থণা করতে দেখা গিয়েছিল৷ এইবার নিয়ে মহেন্দ্র সিং ধোনি চতুর্থ বার আইপিএল খেতাব জিতলেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021Final: স্বামীর দল জিততেই দৌড়ে এসে স্বামী Dhoni-র বুকে ঝাঁপিয়ে পড়লেন সাক্ষী, Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement