Lionel Messi Covid 19 Positive: নতুন বছরের দ্বিতীয় দিনেই দুঃসংবাদ, মেসি করোনা পজিটিভ

Last Updated:

Lionel Messi Covid 19 Positive: লিওনেল মেসি করোনা পজিটিভ, ফ্যানদের উষ্মা৷

Lionel Messi tests positive for covid 19- Photo-AP
Lionel Messi tests positive for covid 19- Photo-AP
#প্যারিস: বছরের দ্বিতীয় দিনে দুঃসংবাদ৷ সারা বিশ্বের মেসি (Lionel Messi) ফ্যানদের জন্য এল খারাপ খবর৷ সাত বারের ব্যালন ডি অর (Ballon d'Or) জয়ী লিওনেল মেসি (Lionel Messi) চারজন পজিটিভের (Covid 19 Positive)  মধ্যে অন্যতম৷ প্যারিস সেন্ট জার্মেইনের (Paris Saint-Germain) ৪ জন করোনা ভাইরাস পজিটিভ (Covid 19 Positive) হয়েছেন৷ দলের ফ্রেঞ্চ কাপ গেমের সোমবার রাতের ম্যাচের আগে দলের ফুটবলারদের কোভিড ১৯ পরীক্ষা করা (Lionel Messi Covid 19 Positive) হয়েছিল৷
একদিন আগে পিএসজি -র পক্ষ থেকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে৷ সেখানেও ছিল লিওনেল মেসি (Lionel Messi)৷  আর তারপরেই লিও মেসি করোনা ভাইরাস পজিটিভ  (Lionel Messi Covid 19 Positive) হয়েছিলেন৷
advertisement
advertisement
পিএসজি জানিয়েছে ফুটবলার ছাড়াও করোনা ভাইরাস  পজিটিভ (Covid 19 Positive)  হয়েছেন একজন স্টাফ মেম্বারও৷ শনিবার রাতে একটি বিবৃতিতে এই খবর জানা গেছে৷ প্রাথমিক ভাবে কারোর নাম সরকারিভাবে জানানো না হলেও রবিবার আবার এক বিবৃতিতে জানানো হয়েছে লিওনেল মেসি (Lionel Messi), হুয়ান বার্নেট (Juan Bernat), ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো( Sergio Rico) , এবং ১৯ বছরের মিডফিল্ডার ন্যাথান বিটুমাজালা (Nathan Bitumazala)৷
advertisement
advertisement
পিএসজি তৃতীয় টিয়ারের ভ্যানেস খেলছে
গত বছরের রানার আপ মোনাকো গত রবিবার একটি দ্বিতীয় টিয়ারের Quevilly-Rouen -১৩ ম্যাচের একটি শিডিউল রয়েছে৷ ১৩ ম্যাচের একটি একটি যা শেষ ১৬ তে পৌঁছতে সাহায্য করবে৷
advertisement
মোনাকো জানিয়েছে শনিবার করোনা ভাইরাস পজিটিভ হয়েছে তাদের ৭ জন প্লেয়ার৷ তাদের কারোর কোনও খারাপ পরিস্থিতি নেই, তবে সবাইকে আইসোলেট করে রাখা হয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi Covid 19 Positive: নতুন বছরের দ্বিতীয় দিনেই দুঃসংবাদ, মেসি করোনা পজিটিভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement