Messi Paris cold weather: প্রচন্ড ঠান্ডা প্যারিসে, মাঠে নেমেই কাহিল হয়ে যাচ্ছেন মেসি! বলছেন সুয়ারেজ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Lionel Messi suffering a lot due to cold weather in Paris . প্যারিসের ঠান্ডায় স্বাভাবিক খেলা খেলতে পারছেন না মেসি, মাঠে বরফ পড়লে কাবু হয়ে যাচ্ছেন মেসি
এই বছরই বার্সেলোনা ছেড়ে ফরাসি দল প্যারিস সেন্ট জার্মানে যোগ দিয়েছেন মেসি।কিছুদিন আগে নিজের কেরিয়ারে সপ্তম বারের জন্য ব্যালন ডি ওর পান তিনি। কিন্তু এই মরশুমে ভাল খেললেও গোলের ক্ষরা চলছে মেসির। প্যারিসের হয়ে ফ্রেঞ্চ লিগে ৯টি ম্যাচে খেলেছেন তিনি। ৩টি অ্যাসিস্ট করলেও মাত্র ১টি গোল করেছেন তিনি। যদিও চ্যাম্পিয়নস লিগে নতুন দলের জার্সি গায়ে নিজের চেনা ছন্দেই আছেন মেসি। ৪ ম্যাচে ইতিমধ্যেই ৩টি গোল করেছেন ফুটবলের যাদুকর।
advertisement
advertisement
এর উপর ভিত্তি করেই চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ ১৬ তে উঠেছে প্যারিস সেন্ট জার্মান। কিন্তু ফ্রেঞ্চ লিগে তার খারাপ ফর্ম নিয়ে চিন্তায় আছেন অনেকে। প্যারিসের হয়ে যোগ দেওয়ার পর থেকে হাঁটুর চোট নিয়েও ভুগছেন তিনি। এই চোটের জন্য প্যারিসের হয়ে অনেক ম্যাচে খেলেননি তিনি। প্যারিস কোচ পোচেত্তিনো ও তাকে নামিয়ে ঝুঁকি নিতে চাননি।
advertisement
স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্র থেকে এও শোনা গেছিল যে হাঁটুর চোট সারাতে মাদ্রিদে গেছেন মেসি। একটি থেরাপি ক্লিনিকের বাইরে তাকে দেখাও যায়। অনেকেই মনে করছেন এই পুরোনো হাঁটুর চোট তার খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী। তবে মেসির বন্ধু এবং বার্সেলোনা দলের প্রাক্তন সতীর্থ এদিন সংবাদমাধ্যমকে জানান যে পুরোনো চোট নয়, মেসির খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী ফ্রান্সের ঠান্ডা আবহাওয়া।
advertisement
দীর্ঘদিন বার্সেলোনা তথা স্পেনে খেলার পর এই মরসুমেই নতুন দল প্যারিসের হয়ে ফ্রান্সে খেলছেন মেসি। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সময় লাগবে তার।মেসির পাশে বার্সেলোনার হয়ে দীর্ঘদিন খেলছেন সুয়ারেজ।উরুগুয়ের এই ফুটবলারটি বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেন।
বার্সেলোনার হয়ে খেলার সময় থেকেই মেসি তার অন্যতম প্রিয় বন্ধু। কিছুদিন আগে মেসি তার সপ্তম ব্যালন ডি ওর সুয়ারেজের হাত থেকেই গ্রহণ করেন। এদিন সেই সুয়ারেজ সাংবাদিক বৈঠকে বলেন যে তার সাথে মেসির প্রায় রোজই কথা হয়।তাদের কথা হয় মূলত খেলা এবং পরিবার নিয়েই। সুয়ারেজ আরো বলেন যে মেসিই তাকে বলেছেন যে ঠান্ডার মধ্যে খেলতে এবং দৌড়াতে মেসির সমস্যা হচ্ছে।
advertisement
বিশেষত মাঠে বরফ পড়লে সমস্যা আরো বাড়ছে।শেষ ম্যাচে লেন্সের বিরুদ্ধেও ঠান্ডা আবহাওয়ার মধ্যে খেলতে হয়েছে তাকে। লেন্সের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে প্যারিস সেন্ট জার্মান। মেসি এই ম্যাচে তার দলের হয়ে ছাপ ফেলতে ব্যার্থ হন। আগের মরশুমে বার্সেলোনা তথা জাতীয় দল আর্জেন্টিনার হয়ে স্বপ্নের ফর্মে ছিলেন মেসি।
আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও জিততে সাহায্য করেন তিনি। এমনকি পরবর্তী ফুটবল বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলকে কোয়ালিফাই করতেও সাহায্য করেন মেসি। বার্সেলোনা হয়েও খুব ভাল পারফরম্যান্স ছিল তার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2021 11:16 PM IST