হোম /খবর /খেলা /
ফ্যানেদের ভালবাসায় বাধ মানল না আবেগ, ফের চোখে জল লিওনেল মেসির

ফ্যানেদের ভালবাসায় বাধ মানল না আবেগ, ফের চোখে জল লিওনেল মেসির

আর্জেন্টিনা

আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ের প্রথম ম্যাচ। ৩টি স্টারের জার্সি পরে ঘরের মাঠে নামার আবেগ। দর্শকদের মধ্যেও তুমুল উন্মাদনা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল। পানামা। প্রত্যাশা মতই জয় পেল আর্জেন্টিনা। দেখা গেল মেসির ম্যাজিকাল ফ্রি কিক। ২ গোলে জয় আর্জেন্টিনার।

আরও পড়ুন...
  • Share this:

বুয়েনস আয়ার্স: বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচে বুয়েনস আয়ার্সে পানামার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো গোল করেছেন লিওনেল মেসি। আরেকটে গোল থিয়াগো আলমাডার। তবে ম্যাচ শুরুর আগে বিশ্বজয়ীদের যেভাবে স্বাগত জানাল বুয়েনস আয়ার্সের দর্শক তা দেখে আবেগ বাধ মানল না লিওনেল মেসি, লিওনেল স্কালোনি, এমিলিয়ানো মার্টিনেজের। যেই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

ঘরের মাঠে আর্জেন্টিনা বনাম পানামা ম্যাচ ঘোষণা হওয়ার পর থেকেই এই ম্যাচ ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। ৮৩ হাজার আসন বিশিষ্ট বুয়েনস আয়ার্স স্টেডিয়ামের টিকিটের জন্য আবেদন করেছিল প্রায় ১৬ লক্ষ দর্শক। শুক্রবার সেই ৮৩ হাজার ফ্যানেরা বিশ্বজয়ীদের ভালোবাসায় ভরিয়ে দিতে কোনও কসুর রাখলেন না। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনাক জাতীয় সঙ্গীতের সময় গোটা স্টেডিয়ামের শব্দব্রহ্ম মেসিদের চোখের কোণ ভিজতে বাধ্য করে।

সেই সময় মাঠে তিন সন্তানের সঙ্গে উপস্থিত ছিলেন লিওনেল মেসি। সন্তান সহ এসেছিলেন লিওনোল স্কালোনি, রদ্রিগো দি পল সহ অ্যান্যরা। সকলেই দর্শকদের আওয়াজ ও ভালোবাসে দেখে আবেগাপ্লুত হয়ে যান। হওয়াটাই স্বাভাবিক। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ভিডিও কোখনও মেসি, কখনও স্কালোনি, কখনও আবার মার্টিনেজ, দি মারিয়াদের চোখে পরিষ্কার জল দেখা গিয়েছে। বিশ্বকাপ জিতে দেশের মাটিতে হয়তো এতদিন এমনই একটা সংবর্ধনা স্বপ্নে দেখত নীল-সাদা ব্রিগেড। অবশেষে তা বাস্তবে পরিণত হল।

আরও পড়ুনঃ IPL 2023: আইপিএল শুরুর আগেই বদল, আরসিবিতে বিরাট কোহলিকে দেখা যাবে নতুন অবতারে

প্রসঙ্গত, ম্যাচে ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে মেসির ফ্রি কিক বারে লাগে। সেই পাল্টা বলে গোল করেন আলনাদা। আর ম্যাচে ৮৯ মিনিটে ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন লিওনেল মেসি। মেসির মোট দুটি শট গোল পোস্টে লেগে ফিরে আসে। তবে এদিন গোলের সৌজন্যে আরও এক মাইলস্টোন স্পর্শ করলেন মেসি। ক্লাব ও আন্তর্জাতিক কেরিয়ার মিলে ৮০০টি গোলের মালিক হয়ে গেলেন এলএমটেন।

Published by:Sudip Paul
First published:

Tags: Argentina, Lionel Messi, Panama