IPL 2023: আইপিএল শুরুর আগেই বদল, আরসিবিতে বিরাট কোহলিকে দেখা যাবে নতুন অবতারে

Last Updated:

IPL 2023: সামনে আইপিএল। ভারতীয় কোটিপতি লিগের ১৬ তম মরসুমের আগে ফের একবার নতুন লুকে পাওয়া গেল বিরাট কোহলিকে। সোশ্যাল ইতিমধ্যেই সামনে এসেছে বিরাট কোহলির নতুন মেকওভার।

বেঙ্গালুরু: নিজের লুকস, স্টাইল স্টেটমেন্ট, অ্যাটিটিউড দিয়ে বরাবই নজর কাড়তে পছন্দ করেন বিরাট কোহলি। নানা সময়ে নানা লুকে ধরা দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবার সামনে আইপিএল। ভারতীয় কোটিপতি লিগের ১৬ তম মরসুমের আগে ফের একবার নতুন লুকে পাওয়া গেল বিরাট কোহলিকে। সোশ্যাল ইতিমধ্যেই সামনে এসেছে বিরাট কোহলির নতুন মেকওভার। যা ঝড় তুলেছে কোহলি ফ্যানেদের মনে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হতেই ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা যে যার আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন। তার আগে বিরাট কোহলি পৌছে গিয়েছিলেন হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে। বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। সেই পোস্টেই কোহলিকে নতুন হেয়ার স্টাইলে দেখা গিয়েছে। এছাড়া আমিল হাকিম নিজেও বিরাট কোহলির সঙ্গে ছবি তার ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Aalim Hakim (@aalimhakim)

advertisement
আলিম হাকিমের কাছে ভারতীয় ক্রিকেট দলের একাধিক তারকা ক্রিকেটার মেক ওভারের জন্য যান। সেই তালিকায় এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, শ্রেয়স আইয়র সকলেই রয়েছেন। বিরাট কোহলিরও যে আলিম হাকিমকে কতটা পছন্দ তা তার ইনস্টা স্টোরির ক্যাপশনই বলে দিচ্ছে। ইনস্টা স্টোরিতে নিজের ছবি দিয়ে ক্যাপশনে বিরাট কোহলি আলিম হাকিমের উদ্দেশ্যে লিখেছেন,"ধন্যবাদ জাদুকর"।
advertisement
প্রসঙ্গত, ৩১ মার্চ থেকে শুরু হচে চলেছে আইপিএল। বিরাট কোহলির দল রয়্যাল চ্যাবেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম খেলা ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এবারও ফাফ ডুপ্লেসির অধিনায়কত্বে খেলবেন বিরাট কোহলি। ১৫টি মরসুম হয়ে গেলেও এখনও আইপিএল ট্রফি অধরা রয়েছে আরসিবির। সেই অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও একবার নামতে চলেছে কোহলি-ডুপ্লেসি-ম্যাক্সওয়েলরা।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: আইপিএল শুরুর আগেই বদল, আরসিবিতে বিরাট কোহলিকে দেখা যাবে নতুন অবতারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement