Lionel Messi Tour Update: হাত মেলাতে ১ কোটি, ভারত সফরের শেষ ধাপে আজ দিল্লিতে মেসি! কার কার সঙ্গে সাক্ষাৎ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মেসি এবং তাঁর সঙ্গীদের কোনও খবর, ছবি অথবা গতিবিধি যাতে ফাঁস না হয়, সে বিষয়ে হোটেলের কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷
কলকাতায় ভারত সফরের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো৷ তার পর হায়দ্রাবাদ, মুম্বইয়ে সফল অনুষ্ঠানের পর আজ লিওনেল মেসি পা রাখলেন রাজধানী দিল্লিতে৷
এখনও পর্যন্ত যা খবর, তাতে সোমবার সকাল ১০.৪৫-এ দিল্লিতে পৌঁছনোর কথা লিওনেল মেসি৷ দিল্লির চাণক্যপুরীর লীলা প্যালেস হোটেলে থাকার কথা তাঁর৷ হোটেলের গোটা একটি ফ্লোর মেসি এবং তাঁর সঙ্গীদের জন্য সংরক্ষিত রাখা রয়েছে৷ লীলা প্যালেস হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন মেসি এবং তাঁর আর্জেন্তেনীয় সতীর্থরা৷ এক রাতের জন্য এই প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া সাড়ে তিন থেকে সাত লক্ষ টাকা৷
advertisement
মেসি এবং তাঁর সঙ্গীদের কোনও খবর, ছবি অথবা গতিবিধি যাতে ফাঁস না হয়, সে বিষয়ে হোটেলের কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷ মেসিকে ঘিরে কলকাতা, হায়দ্রাবাদ এবং মুম্বইয়ে যে উন্মাদনা দেখা গিয়েছে, তার পর দিল্লির হোটেল ঘিরেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ হোটেল চত্বরকে হাই সিকিউরিটি জোনে পরিণত করা হয়েছে৷
advertisement
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লীলা প্যালেস হোটেলে লিওনেল মেসির সঙ্গে দেখা করবেন বাছাই করা কয়েকজন কর্পোরেট এবং ভিআইপি অতিথিরা৷ সূত্রের খবর, এই সাক্ষাতের খরচও চোখ কপালে তোলার মতো৷ বেশ কয়েকজন কর্পোরেট সংস্থার শীর্ষ মাথারা মেসির সঙ্গে সাক্ষাতের জন্য এক কোটি টাকা করে খরচ করছেন৷
advertisement
এর পাশাপাশি আজই দিল্লিতে ভারতের প্রধান বিচারপতি, বেশ কয়েকজন সাংসদ এবং বাছাই করা কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদের সঙ্গে দেখা করবেন লিওনেল মেসি৷
হোটেলের এই সাক্ষাৎ পর্বের পর লিওনেল মেসি অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছবেন৷ সেখানে ফুটবল ক্লিনিকে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকজন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তাঁর৷ সেখান থেকে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷
advertisement
ওই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, প্যারাঅলিম্পিকে জ্যাভলিনে সোনা জয়ী সুমিত আন্তিল, বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন এবং অলিম্পিক হাইজাম্পে পদকজয়ী নিশাদ কুমার কিংবদন্তি ফুটবলারের সঙ্গে দেখা করবেন৷ রাত ৮টা নাগাদ বিমানে ভারত ছাড়বেন মেসি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 11:57 AM IST










