Lionel Messi: মেসির অভিনব উপহার! আমেরিকায় নতুন ক্লাবের ফুটবলারদের মন জয় করলেন লিও
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মেসি তার নতুন ক্লাবে আসার সঙ্গে সঙ্গেই তার সতীর্থদের একটি সুন্দর উপহার দিয়েছেন
মায়ামি: বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা দলের প্রত্যেককে বিশেষ আইফোন উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। সোনায় মোড়া ছিল সেই আই ফোন। এবার নিজের নতুন ক্লাবের ফুটবলারদের জন্য অন্য উপহার নিয়ে গেলেন মেসি। ইন্টার মায়ামিতে মেসিকে স্বাগত জানানো হলে তাদের আতিথেয়তার উপহার হিসেবে দলের সব সতীর্থদের হেডফোন উপহার দিলেন লিওনেল মেসি। দু বছর প্যারিসে কাটিয়ে মার্কিন লিগে খেলতে আসেন মেসি এবং ইতিমধ্যেই দল এবং সমর্থকদের নয়নের মণি হয়ে গেছেন।
আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি এমএলএস লিগে প্রথম দুই ম্যাচেই তিনটি গোল এবং একটি এসিস্ট করেন। তার দলে যোগ দিয়েছে বহুদিনের সতীর্থ সার্জিও বুস্কেটস। আটলান্টার বিরুদ্ধে জ্বলে উঠেছিল বুস্কেটস এবং মেসির মেলবন্ধন। ভেনেজুয়েলার ফরোয়ার্ড জোসেফ মার্টিনেজের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছে মেসির। ক্রুজ আজুলের বিরুদ্ধে ম্যাচে দেখা গেছিল, মেসির খেলা দেখতে অসুবিধা হচ্ছিল, তিনি না বলাতেও বুঝে গেছেন জোসেফ।
advertisement
তিনি মেসির সামনের সিটটা নামিয়ে দিলে খুশি হয়ে যান মেসি। খেলার পিচে মেসি এবং ফিনল্যান্ড ফরোয়ার্ড রবার্ট টেলরের সঙ্গে ভালো মেলবন্ধন তৈরি হয়ে গেছে মেসির, টেলরের পাস থেকে মেসি এবং মেসির পাস থেকে টেলর গোল করেন আটলান্টার বিরুদ্ধে। তার নতুন গন্তব্যে বেশ খুশি আছেন লিও। প্রথম ম্যাচে ৫৩ মিনিটে মেসি নামেন এবং ৯৪ মিনিটে একটি দুর্দান্ত ফ্রি কিক গোল করে ম্যাচ জেতান তার নতুন দলকে।
advertisement
advertisement
Messi gifted all of his new Inter Miami teammates with custom Beats by Dre headphones with the club’s colors and shield 😯🎧 pic.twitter.com/7rxkmfeJwY
— ESPN FC (@ESPNFC) July 27, 2023
তিনি সেই গোলটি উৎসর্গ করেন ইন্টার মায়ামির তরুণ ফুটবলার ইয়ান ফ্রেকে, কারণ তিনি এসিএল চোটের জন্য লম্বা সময় ধরে মাঠে নামতে পারবেন না। মেসি তার নতুন ক্লাবে আসার সঙ্গে সঙ্গেই তার সতীর্থদের একটি সুন্দর উপহার দিয়েছেন। প্রত্যেককে বিটস বাই ডক্টর ড্রে নামক একটি মূল্যবান হেডফোন উপহার দিয়েছেন।
advertisement
প্রতিটি মডেল গোলাপী রঙের এবং তাতে ইন্টার মায়ামির লোগো দেওয়া। ইন্টার মায়ামির প্লেয়ার দেআন্দ্রে ইয়েডলিন ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে এই হেডফোন পরে এসেছিলেন। তাকে এটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মেসি গোটা দলকে এটা এনে দিয়েছে। আমি জানি না সে নিজেই কিনেছে কিনা কিন্তু তার প্রথম ম্যাচের জন্য সবাইকে এই হেডফোন উপহার দিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 29, 2023 11:46 AM IST









