Lionel Messi: মেসি প্রাণে বাঁচলেন অল্পের জন্য, হতে পারত ভয়াবহ গাড়ি দুর্ঘটনা! দেখুন ভিডিও
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লাল বাতি খেয়াল করেননি। ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহারা দিয়ে তাঁর আবাসস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে।
ফ্লোরিডা: রাখে হরি তো মারে কে? কথাটা প্রযোজ্য হতে পারে লিওনেল মেসির ক্ষেত্রে। কয়েক চুলের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন তিনি। ফ্লোরিডায় সবেমাত্র থাকতে শুরু করেছেন লিওনেল মেসি। এখনো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে তাঁর বরণ অনুষ্ঠান হয়নি। আগামীকাল সমর্থকদের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি।
এর আগেই বড় এক দুর্ঘটনায় পড়তে বসেছিলেন মেসি। ফ্লোরিডার রাস্তায় তাঁর গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে এগিয়ে গিয়েছিল সামনে। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল। ভাগ্য ভালো যে সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরেছে। সেই গাড়িগুলো গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি।
advertisement
You haven’t posted the full video. Before this clip a fan was approaching messi’s car to take a pic. He obviously didn’t see the red light as he was probably distracted by than fan. Fans need to be careful n not approach him atleast while driving. Thankfully accident didnt happen pic.twitter.com/f7taiqyYRq
— Meenal (@mbu2617) July 14, 2023
advertisement
advertisement
এটা জানা যায়নি যে সেই সময় গাড়িটি কি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না। তবে ঘটনাটির আগে একজন ভক্ত মেসির সঙ্গে সেলফি তোলার আবদার করেছিলেন। মেসি সেলফি তোলেন। কিন্তু তারপর লাল বাতি খেয়াল করেননি। ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহারা দিয়ে তাঁর আবাসস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে।
advertisement
ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক হবে ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে মেসির সেই অভিষেক ম্যাচ ঘিরে ইন্টার মায়ামির সমর্থকদের বিশেষ আয়োজনের পরিকল্পনা আছে। ভাগ্যিস, এর আগে কোনো দুর্ঘটনা ঘটেনি! মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে আর্জেন্টাইন তারকার প্রয়োজন হলে তার সঙ্গে একজন ড্রাইভার দিয়ে দেওয়া হবে। এই ঘটনার পর থেকে মেসি নিশ্চয়ই সতর্ক হয়ে যাবেন আশা করা যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 15, 2023 6:10 PM IST








