Lakshya Sen : ভারতের সর্বকালের সেরা ব্যাডমিন্টন তারকা হবে লক্ষ্য সেন, বলছেন প্রকাশ পাড়ুকোন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Lakshya Sen will be the greatest ever badminton player from India believes Prakash Padukone. অলিম্পিকেও লক্ষ্য সেনের হাতে স্বর্ণপদক দেখছেন প্রকাশ পাড়ুকোন
#বেঙ্গালুরু: ভারতের অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। প্রকাশ পাড়ুকোন প্রমাণ করেছিলেন ব্যাডমিন্টনের সর্বোচ্চ পর্যায়ে ভারতীয়রা সেরা হতে পারে। মাঝের সময়টা চিন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া অনেকটা এগিয়ে গিয়েছিল ভারতের তুলনায়। কিন্তু শেষ তিনটে বছর ভারতীয় ব্যাডমিন্টন আবার নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে বিশ্ব জুড়ে।
আরও পড়ুন - Bengal Cricket : লক্ষ্য বাংলাকে ভারত সেরা করা, মনোজকে নিয়ে আলাদা ট্রেনিং কোচ লক্ষ্মীর
কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন স্পষ্ট জানিয়েছেন লক্ষ্য সেন ভারতের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হতে চলেছে। তার নিজের থেকে তো বটেই, গোপিচাঁদ, সৈয়দ মোদি, কাশ্যপ সকলের রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন লক্ষ্য। প্রকাশ পাড়ুকোন নিজের একাডেমিতে তৈরি করেছেন লক্ষ্যকে। সহযোগী ছিলেন বিমল কুমার।
advertisement
সেই ১০ বছর বয়স থেকে দেখে আসছেন লক্ষ্য সেনকে। প্রকাশ বলছিলেন, চোট না পেলে নিঃসন্দেহে আমাদের সকলকে পেছনে ফেলে দিতে পারে লক্ষ্য। উত্তরাখণ্ডের পাহাড়ে বিশেষ হাই অলটিটিউড ট্রেনিং করানো হয়েছিল ওকে। ফলে ওর ফিটনেস এবং দম শুধু ভারত নয়, বিশ্বের অনেক ব্যাডমিন্টন তারকার থেকে বেশি। যেটা দেখার ছিল চাপের মুখে মানসিকতা। কমনওয়েলথ সোনা জয় করে সেটাও ও প্রমাণ করে দিয়েছে।
advertisement
advertisement
আর লক্ষ্য সেন নিজে কি বলছেন? বার্মিংহাম থেকে সেরা হয়ে ফিরে বছর একুশের যুবক জানিয়ে দিয়েছেন প্যারিস অলিম্পিক প্রাথমিক লক্ষ্য। সেখানেও চ্যাম্পিয়ন হতে চান। দেশকে স্বর্ণপদক দিতে চান। তবে তার জন্য মাঝের একটা বছর ফিটনেস নিয়ে আরো পরিশ্রম করতে হবে তাকে।
দাদু ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়। বাবা কোচ। দাদাও খেলেছেন ব্যাডমিন্টন। ফলে রক্তে ব্যাডমিন্টন আছে লক্ষ্যর। মা স্কুল শিক্ষিকা। তবে কোনদিন ছেলেকে জোর করেননি ভাল নম্বর পাওয়ার জন্য। শুধু পাশ করে যাওয়াই লক্ষ্য ছিল তার। বাড়ির তরফ থেকে পূর্ণ সমর্থন ছিল পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার জন্য।
advertisement
বাড়ির লোকের সিদ্ধান্ত সঠিক ছিল, তা ইতিমধ্যেই প্রমাণিত। তাকে নিয়ে অনেক লেখালেখি এবং চর্চা শুরু হয়েছে। তবে মাথা ঘুরে যাওয়ার ছেলে নয় বছর একুশের যুবক। তিনি অন্য ধাতুতে তৈরি। এখন একটাই লক্ষ্য মিশন অলিম্পিক। সেদিকেই লক্ষ্য স্থির করেছেন লক্ষ্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2022 9:30 PM IST