Bengal Cricket : লক্ষ্য বাংলাকে ভারত সেরা করা, মনোজকে নিয়ে আলাদা ট্রেনিং কোচ লক্ষ্মীর

Last Updated:

Bengal cricket team coach Laxmi Ratan Shukla wants Manoj Tiwary in full fitness. মনোজকে নিয়ে আলাদা ট্রেনিং বাংলার কোচ লক্ষ্মীর, লক্ষ্য ভারত সেরা

মনোজ এখনও বাংলার ভরসা মনে করেন লক্ষ্মী
মনোজ এখনও বাংলার ভরসা মনে করেন লক্ষ্মী
#কলকাতা: মনোজ তিওয়ারি শেষ রঞ্জি ট্রফিতে ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। কোয়াটার ফাইনাল এবং সেমিফাইনালে মনোজ বুঝিয়ে দিয়েছিলেন অভিজ্ঞতার দাম কাকে বলে। এই মরশুমেও মনোজের ওপর অনেকটাই নির্ভর করবে বাংলা এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঋদ্ধিমান সাহা এবং সুদীপ চ্যাটার্জী বাংলা ছেড়ে ত্রিপুরায় গিয়েছেন।
কিন্তু সিএবি কর্তারা অরুণ লালের পরিবর্তে অনেক ভরসা করে দায়িত্বে এনেছেন লক্ষ্মীরতনকে। বাংলার ক্রিকেটে লক্ষ্মীরতন শুক্ল এবং মনোজ তিওয়ারির সম্পর্ক কিছুটা দাদা-ভাইয়ের মতো। বয়সের তফাত বছর চারেকের। দু’জনের বাড়িই হাওড়াতে। সেখান থেকে উঠে এসে বাংলার হয়ে ক্রিকেট খেলা, নেতৃত্ব দেওয়া। সেখান থেকে পা রাখা আন্তর্জাতিক ক্রিকেটে।
advertisement
advertisement
এর পর রাজনৈতিক মঞ্চ। লক্ষ্মী রাজনীতি ছেড়ে ক্রিকেট মাঠে ফিরে এলেও মনোজ দু’টিই সামলাচ্ছেন পাল্লা দিয়ে। সেই দাদা-ভাইয়ের যুগলবন্দি দেখা গেল শনিবার ইডেনের জিমে। বাংলার অনুশীলনে দেখা গেল মনোজের শারীরিক ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছেন লক্ষ্মী। ইডেনের জিমে একটি চেয়ারের উপর একটি পা এবং একটি উঁচু জায়গায় পিঠ রেখে শুয়ে রয়েছেন মনোজ।
advertisement
পায়ের দিকে দাঁড়িয়ে লক্ষ্মী একটি ফুটবল ছুড়ছেন। মনোজ সেটা ধরছেন এবং লক্ষ্মীর কাছে ফিরিয়ে দিচ্ছেন। মনোজ বলেছিলেন, খেলার সময় ভুল করলে দাদার মতো বলে দিত। কোচ হিসাবেও সেটাই করবে আশা করি। দীর্ঘ দিন এক সঙ্গে খেলেছি। সাজঘরে আমাদের সম্পর্ক আলাদা হবে, এমন নয়। কোচ এবং ক্রিকেটারের সম্পর্কই থাকবে।
বাংলার ক্রিকেটার হিসাবে ও যেমন অনেক ম্যাচ জিতিয়েছে, আশা করব কোচ হিসাবে আমাদের রঞ্জি ট্রফি জিততে সাহায্য করবে। বাংলার অনুশীলনে সেটাই দেখা যাচ্ছে। বাংলার অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ককে তৈরি করতে মন দিয়েছেন লক্ষ্মী।
advertisement
বাংলা দলে শাহবাজ, অভিমুন্য, সুদীপ, অনুষ্টুপদের দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু মানসিকতার দিক থেকে আগ্রাসী করে তোলা প্রাথমিক কর্তব্য আগেই জানিয়েছিলেন লক্ষ্মী। সেই মতো প্রস্তুতি শুরু করেছেন।
ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কোনরকম ঘাটতি রাখতে চান না তিনি। নামিবিয়া সফরেও যাবে বাংলা। দেশের সেরা দল গড়ে তোলার শপথ নিয়েছেন লক্ষ্মী রতন শুক্লা। সেই লক্ষ্যে মনোজ তিওয়ারি তার অন্যতম সেরা অস্ত্র হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Cricket : লক্ষ্য বাংলাকে ভারত সেরা করা, মনোজকে নিয়ে আলাদা ট্রেনিং কোচ লক্ষ্মীর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement