Thomas Cup Final : ইতিহাসে লক্ষ্য সেন, শ্রীকান্তরা! ইন্দোনেশিয়াকে হারিয়ে থমাস কাপ চ্যাম্পিয়ন ভারত
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Lakshya Sen along with Kidambi Srikanth creates history as India wins Thomas Cup. ইতিহাসে লক্ষ্য সেন, শ্রীকান্তরা! ইন্দোনেশিয়াকে হারিয়ে থমাস কাপ চ্যাম্পিয়ন ভারত
#ব্যাংকক: আইপিএলের বাজারে হয়তো ব্যাডমিন্টন নিয়ে খুব বেশি ভাবার সময় নেই ভারতীয়দের। কিন্তু আজ ব্যাংককের মাটিতে এই ব্যাডমিন্টন ভারতকে ইতিহাস তৈরি করতে সাহায্য করল। সোনালী দিনের সাক্ষী রইল ভারত। রেড লেটার ডে। তেরঙ্গা উড়ল বিদেশের মাটিতে ভারতের ব্যাডমিন্টন দলের হাত ধরে। ব্যাডমিন্টনের বিশ্বকাপ বলা যায় টমাস কাপকে।
ভারতীয় ছেলেরা সেই কাপ জিতে নিল ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে। টমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে প্রথম বার জিতল ভারত। প্রথম ম্যাচে লক্ষ্য সেন পিছিয়ে গিয়েও জেতেন। প্রথম গেমে ৮-২১ ব্যবধানে হেরে যান লক্ষ্য। বলা যায় জিনটিং উড়িয়ে দিয়েছিলেন তাঁকে। কিন্তু সেখান থেকে দেখা গেল মরিয়া লড়াই। গ্যালারি থেকে ‘ভারত মাতা কী জয়’ চিৎকার উদ্বুদ্ধ করছিল লক্ষ্যকে। তাঁর মরিয়া লড়াই দেখা গেল শেষ দু’টি গেমে।
advertisement
The Indian badminton team has scripted history! The entire nation is elated by India winning the Thomas Cup! Congratulations to our accomplished team and best wishes to them for their future endeavours. This win will motivate so many upcoming sportspersons.
— Narendra Modi (@narendramodi) May 15, 2022
advertisement
advertisement
লক্ষ্যর নাছোড় মনোভাবই জয় এনে দিল ভারতকে। খেলার ফল ৮-২১, ২১-১৭, ২১-১৬। ফিরে আসার লড়াই দেখালেন লক্ষ্য। তাঁর জয় চাগিয়ে দিল চিরাগদের। দ্বিতীয় ম্যাচ ছিল ডাবলসের লড়াই। চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ মুখোমুখি হয়েছিলেন মহম্মদ এহসান এবং সুকামুলিয়োর। লক্ষ্যর মতো চিরাগরাও প্রথমে পিছিয়ে গিয়েছিলেন। কিন্তু হার মানেননি তাঁরা।
শেষ পয়েন্ট পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। চিরাগের উপস্থিত বুদ্ধি নজর কেড়েছে। শট মারার মাঝেই যে ভাবে র্যাকেট বদলে নেন চিরাগ তা অবাক করে দেয় দর্শকদের। স্তম্ভিত হয়ে পয়েন্ট হারায় ইন্দোনেশিয়াও। দ্বিতীয় ম্যাচে ভারত জেতে ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ফলে।
advertisement
পর পর দু’টি ম্যাচ জিতে ভারত এগিয়ে যায়। তৃতীয় ম্যাচ খেলতে নামেন কিদম্বি শ্রীকান্ত। প্রথম গেমে দাপটের সঙ্গে জেতেন তিনি। ফাইনালে স্ট্রেট সেটে জিতলেন শ্রীকান্ত। এ বারের টমাস কাপে একটি গেমও হারেননি তিনি। ভারতীয় ছেলেদের এই জয় ব্যাডমিন্টনকে এক নতুন মাত্রায় পৌঁছে দিল।
লক্ষ্য সেনরা দেখিয়ে দিলেন ব্যাডমিন্টনে তাঁরাও বিশ্বশাসন করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিরন রিজিজু, সাইনা নেহওয়াল প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের সোনার ছেলেদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2022 3:54 PM IST