হ্যারি কেনের পেনাল্টি মিস, দেখার মতো হাসিতে ফেটে পড়লেন এমবাপে
- Published by:Suman Majumder
Last Updated:
Kylian Mbappe laughter: গা জ্বালানো হাসি এমবাপের। ইংরেজরা হা করে দেখল।
#দোহা: কিলিয়ান এমবাপের হাসিটা এমন চওড়া হওয়াই তো স্বাভাবিক।ম্যাচে তখনও ২-১ গোলে পিছিয়ে ইংল্যান্ড। ৮৪ মিনিটে ইংল্যান্ড পেনাল্টি পায়। সমতায় ফেরানোরর সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু ইংরেজরা পারল না।
ইংলিশ ফুটবলারদের হতাশা বাড়িয়ে দেন অধিনায়ক। পেনাল্টিতে ব্যর্থ হন হ্যারি কেন। ইংল্যান্ড অধিনায়কের আকাশে উড়িয়ে দেওয়া সেই কিক দেখে হাসিতে ফেটে পড়েন ফরাসি স্ট্রাইকার এমবাপে।
আরও পড়ুন- রোনাল্ডোর জন্য অনুশোচনা নেই! 'যা করেছি বেশ করেছি' বললেন পর্তুগাল কোচ সান্তোস
এমবাপের সেই অট্টহাসির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে শেষ হাসিও হাসলেন এবাপেরাই। ২-১ গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশঁর ছেলেরা।
advertisement
advertisement
রবিবার ম্যাচের ১৭ মিনিটে অরিলিয়ে শুয়ামেনি এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে ফ্রান্সের লিড বাড়িয়ে দেন জিরুড। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে সমতায় ফেরান কেন। তার পর অবশ্য পেনাল্টিতে তিনিই ভিলেন হয়ে যান।
আল বাইত স্টেডিয়ামে ৭৮ মিনিটে ফ্রান্সকে জিরুড এগিয়ে দেন। তার পর ইংরেজরা দাপুট নিয়ে খেলতে থাকে। সমতায় ফেরানোর সবরকম চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিলেন না কেনরা। ঠিক সেই সময় সাউথগেটের দল পেনাল্টি পায়।
advertisement
ম্যাচের ৮২ মিনিটে মাউন্টকে ফাউল করে বসেন থিও। রেফারি প্রথমে পেনাল্টি না দিলে জোরালো আবেদন করেন ইংরেজরা। ভার-এর সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড।
আরও পড়ুন- পর্তুগালের কোচকে এক হাত নিলেন জর্জিনা, সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সমর্থণে গলা ফাটালেন
কেনের শট গোলপোস্টের অনেক উপর দিয়ে উড়ে যায়। ঠিক তখনই ক্যামেরায় ধরে এমবাপেকে। তাঁর যেন খুশি আর বাঁধ মানছিল না। শিশুসুলভ অট্টহাসিতে ফেটে পড়েন ফ্রেঞ্চম্যান। সেই ভিডিও ভাইরাল হয়েছএ। ১৪ ডিসেম্বর মরক্কোর বিরুদ্ধে ফাইনালের টিকিট পেতে নামবে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ফ্রান্স।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 11, 2022 7:40 PM IST








