IND vs NZ: নতুন বছরে প্রথম সিরিজ, বাদ ৬ তারকা! ওডিআইতে কেমন হতে পারে ভারতীয় দল? জেনে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs New Zealand: ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে এই হোম সিরিজের জন্য বিসিসিআই নির্বাচকরা চলতি সপ্তাহের শেষের দিকে ভারতের স্কোয়াড ঘোষণা করতে পারেন। বাদ পড়তে পারেন একাধিক তারকা।
২০২৫-কে বিদায় জানিয়ে ২৬-কে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। নতুন বছরে ভারতীয় দলেরও ঠাসা ক্রীড়াসূচি। বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে। কেমন হবে ভারতের ওডিআই স্কোয়াড, তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা। ভারত বনাম নিউজিল্যান্ডের তিনটি ওয়ানডে ম্যাচ যথাক্রমে ১১ জানুয়ারি বরোদা, ১৪ জানুয়ারি রাজকোট এবং ১৮ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কেএল রাহুল ভারতের প্রথম পছন্দের ওয়ানডে উইকেটকিপার-ব্যাটার এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনিই গ্লাভস পরবেন। তবে প্রশ্ন হলো, তাঁর ব্যাকআপ কে হবেন? রিপোর্ট অনুযায়ী, ঋষভ পন্থকে এই সিরিজের জন্য নেওয়া হবে না এবং ব্যাকআপ উইকেটকিপার হিসেবে ইশান কিষানকে বিবেচনা করা হতে পারে। ওডিআই দলে সুযোগ নাও হতে পারে সঞ্জু স্যামসনের।
advertisement
advertisement
advertisement
কর্ণাটকের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে চার উইকেট নিয়েছিলেন, কিন্তু প্রথম দুই ম্যাচে বল হাতে খুব একটা ভালো ফর্মে ছিলেন না। নির্বাচকরা তাঁকে রাখবেন নাকি মহম্মদ শামিকে দলে ফেরাবেন, সেটাই দেখার। সিরাজ ও অক্ষর প্যাটেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলেছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচে তাঁদের নেওয়া হয়নি। আর একবার ওডিআই সিরিজে দলের বাইরে থাকতে হতে পারে সিরাজকে।
advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।







