কোভিড মোকাবিলায় ব্যর্থ, অদ্ভুত অভিযোগ তুলে WHO থেকে বেরিয়ে গেল আমেরিকা! বাকি রইল ২৬ কোটি ডলার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বেশ কিছু দিন আগেই ঘোষণা হয়েছিল, সেই মতোই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে নিজেদের নাম সরিয়ে নিল আমেরিকা। ব্লুমবার্গ-এর পরিসংখ্যান অনুসারে, হু-কে সমস্ত ধরনের অনুদান দেওয়া বন্ধ করে দিচ্ছে আমেরিকার স্বাস্থ্য দফতর।
ওয়াশিংটন: বেশ কিছু দিন আগেই ঘোষণা হয়েছিল, সেই মতোই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে নিজেদের নাম সরিয়ে নিল আমেরিকা। ব্লুমবার্গ-এর পরিসংখ্যান অনুসারে, হু-কে সমস্ত ধরনের অনুদান দেওয়া বন্ধ করে দিচ্ছে আমেরিকার স্বাস্থ্য দফতর। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হু-এর দফতরগুলি থেকেও মার্কিন আধিকারিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন।
হু-এর থেকে নাম সরিয়ে নেওয়ার প্রসঙ্গে আমেরিকার অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণাধীন হু যথাযথ ভাবে কোভিড অতিমারির মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউসের অভিযোগ, হু অন্যান্য দেশের দ্বারা রাজনৈতিক ভাবে প্রভাবিত এবং তার জন্য ওই সংস্থায় দীর্ঘ দিন ধরে কোনও সংস্কার হয়নি। ২০২৫ সালে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার সময়েই ট্রাম্প জানিয়েছিলেন হু থেকে বেরিয়ে যাওয়ার কথা। সেই স্বাক্ষরনামায় সইও করেছিলেন তিনি। এক বছর পর আনুষ্ঠানিকভাবে ওই সংস্থা থেকে বেরিয়ে গেল আমেরিকা।
advertisement
আমেরিকার কাছ থেকে হু-এর বকেয়া রয়েছে ২৬ কোটি ডলার। কোনও দেশ যদি হু-এর সদস্যপদ ছাড়ে তবে এক বছর আগে তা নোটিস দিয়ে জানাতে হয়। সদস্যপদ ছাড়ার আগে বকেয়া অর্থ মিটিয়ে দিতে হয়। এমন কোনও নিয়মের কথা অবশ্য অস্বীকার করেছে আমেরিকা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 5:42 PM IST









